প্রতিবাদে পিছিয়ে নেই ওরাও, বিচারের দাবিতে হাঁটলেন টানা রিক্সাওলারা

আরজি কর কাণ্ডে (RG Kar protest) নির্যাতিতার বিচারের দাবিতে এবার পথে নেমে অভিনব প্রতিবাদে (RG Kar protest) সামিল টানা রিক্সাওয়ালারা। রবিবার উত্তর কলকাতার হেদুয়া থেকে…

Kolkata hand rickshaw protest of the justice for RG kar case

আরজি কর কাণ্ডে (RG Kar protest) নির্যাতিতার বিচারের দাবিতে এবার পথে নেমে অভিনব প্রতিবাদে (RG Kar protest) সামিল টানা রিক্সাওয়ালারা। রবিবার উত্তর কলকাতার হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত রিক্সা নিয়ে প্রতিবাদ মিছিল করেন তাঁরা। প্রত্যেকের রিক্সায় ও গলায় ঝোলানো ছিল পোস্টার। যেখানে প্রতিবাদের ভাষায় লেখা ছিল নির্যাতিতার বিচার চাই। এদিন এই প্রতিবাদী পোস্টার নিয়ে বিকেলের রাজপথে রিক্সা টানলেন তাঁরা। তাঁদের এই অভিনব প্রতিবাদ সারা জাগিয়েছে মানুষের মনে। 

রবিবার ফের রাত দখল, ‘অভয়া’র বিচারে দাবিতে প্রতিবাদে সামিল গোটা বিশ্ব

   

এদিন টানা রিক্সাওয়ালাদের মিছিল ছাড়াও সকাল থেকেই পথে প্রতিবাদ মিছিল বের করে জুনিয়ার ডাক্তারেরা। বিকেলে ডাক্তারদের সভায় যোগ দেন নির্যাতিতার পরিবার। স্পষ্টত তাঁদের দাবি আমাদের বিচার চাই, ‘উই ডিমান্ড জাস্টিস।’ ওই মঞ্চে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে ফের একবার কড়া নিন্দা করেন নির্যাতিতার পরিবারের সদস্যেরা। সন্ধ্যা হতেই রাস্তায় নামেন টলিউডের শিল্পী কলাকুশলীরা। সেখানেও দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। প্রশ্ন তুলেছেন রাজ্য পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও। টালিগঞ্জ, রাসবিহারী সহ দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় পথে নেমে প্রতিবাদে সামিল সাধারন মানুষ।

গণেশ মূর্তির মধ্যে দিয়ে আরজি কর ও হাতি-হত্যার অভিনব প্রতিবাদ বার্তা অপরাজিতার

এদিকে রাত পেরোলেই সোমবার অভয়া-কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্ট। তার আগে আজ রবিবার গোটা রাত নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামবে গোটা শহর। কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন এলাকায় এদিন রাত থেকে ভোর প্রতিবাদ মিছিলের (RG Kar protest) ডাক দিয়েছে আমজনতা। গতবারের মতো আজ রবিবারের মিছিলেও পা মেলাতে পারেন নির্যাতিতার পরিবার। এদিন নির্যাতিতার পরিবার বলেন, “মেয়ের বিচারের দাবিতে দেশ-বিদেশে প্রতিবাদ মিছিল হচ্ছে, আমরাও এই মিছিলে হাজির থাকব।” গতবারের রাতদখলের কর্মসূচিতেও আরজি কর হাসপাতালে গিয়ে মোমবাতি জ্বালিয়ে মেয়ের বিচারের দাবি তুলেছিল নির্যাতিতার পরিবার।

বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের, কাঠগড়ায় আরজি করের চিকিৎসকরা

গত ১৪ অগস্ট থেকে এই রাত দখলের কর্মসূচি পালন করছে মেয়েরা। এই কর্মসূচির নাম ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। রবিবারের এই সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। মূলত, গানের দল, নাচের দল সহ সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে।