অভিজিতের মতোই গো ব্যাক স্লোগানে পিছু হটলেন অগ্নিমিত্রা

অভিজিত গঙ্গোপাধ্যায়ের মতো এবার বিজেপি (BJP) নেত্রী অগ্নিমিত্রা পালকে (Agni Mitra Paul) গো-ব্যাক স্লোগান জুনিয়ার ডাক্তারদের। বুধবার ডাক্তারদের আন্দোলনের (RG Kar Protest) শরিক হতে চেয়ে…

RGkar protest juniour doctors shouts goback to agnimitra paul

অভিজিত গঙ্গোপাধ্যায়ের মতো এবার বিজেপি (BJP) নেত্রী অগ্নিমিত্রা পালকে (Agni Mitra Paul) গো-ব্যাক স্লোগান জুনিয়ার ডাক্তারদের। বুধবার ডাক্তারদের আন্দোলনের (RG Kar Protest) শরিক হতে চেয়ে বিক্ষোভকারীদের কাছে গিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক স্বাস্থ্য ভবন চত্বরে পৌঁছতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাঁকে দেখেই গো ব্যাক’ স্লোগান তোলেন অবস্থানরত জুনিয়র ডাক্তারেরা। যদিও অগ্নিমিত্রার দাবি, তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনীতির রঙ লাগাতে আসেননি। দলীয় কার্যালয়ে কাজে এসেছেন। স্বাস্থ্য ভবনের অদূরেই বিজেপির দলীয় কার্যালয়। সেখান থেকেই এদিন জুনিয়ার ডাক্তারদের অবস্থানে পৌঁছন অগ্নিমিত্রা। তারপর অভিজিত গঙ্গোপাধ্যায়ের মতোই তাঁকেও শুনতে হয় ‘গো-ব্যাক।’ 

রহস্যমন্ডিত আরজি করে মর্গেও দুর্নীতির থাবা, জড়িয়ে ‘উত্তরবঙ্গ’ সিন্ডিকেট

   

গত সপ্তাহে সিপির অপসারনের দাবিতে লালবাজার অভিযান করে জুনিয়ার ডাক্তাররা। সেখানে ২৪ ঘন্টার বেশি অবস্থান জমায়েত করে আন্দোলনকারীরা। তখনও সেই জমায়েতে হাজির হয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিত গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখেই জ্বলে ওঠেন আন্দোলনকারীরা। শুনতে হয় গো-ব্যাক। যদিও ওই ঘটনাকে ‘স্বাভাবিক’ বলেই আখ্যায়িত করেন তিনি।

আরজি করে চিকিৎসা সংকট, শাসকদলের লম্বা পোস্টে উঠে এলো জীবন বাঁচানোর উপদেশ

ঘড়ির কাঁটা দুপুর ১২টা পেরিয়েছে। তবে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসা জুনিয়র ডাক্তারেরা অনড় নিজেদের দাবিতে। তাঁদের স্পষ্ট কথা, ‘‘দাবি না মিটলে অবস্থান চলবে।’’
সাধারন মানুষের সমর্থন পাচ্ছেন আন্দোলনকারীরা। সকাল সকালই অবস্থানরত জুনিয়র ডাক্তারদের জন্য খাবারের ব্যবস্থা করলেন তাঁরা। দক্ষিণ কলকাতার একটি স্কুলের অভিভাবকেরা এসেছেন স্বাস্থ্য ভবনের সামনে। সঙ্গে নিয়ে এসেছেন বিভিন্ন খাবার। 

আরজি করে চিকিৎসা সংকট, শাসকদলের লম্বা পোস্টে উঠে এলো জীবন বাঁচানোর উপদেশ

গতকাল থেকেই আলোচনার জন্য জুনিয়ার ডাক্তারদের প্রস্তাব পাঠানো হয় নবান্নের তরফে। যদিও সেই প্রস্তাব ‘আন্তরিক’ নয় বলে প্রত্যাখান করেন আন্দোলনকারীরা। স্বাস্থ্য সচিব সহ বেশ কিছু অধিকর্তাকে অপসারনের দাবিতে অনড় বিক্ষোভকারী ডাক্তারেরা। বারবার প্রস্তাব প্রত্যাখানে অচলাবস্থা তৈরি হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।