গুরুতর অসুস্থ আরজি করের ফরেন্সিক শিক্ষক দেবাশিস সোম, ভর্তি আইসিইউতে

আরজি কর কাণ্ডে লাগাতার সিবিআই জেরার মুখে পড়েছেন ওই হাসপাতালেরই ফরেন্সিক বিভাগের শিক্ষক দেবাশিস সোম (Debasish Som)। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত তিনি।…

আরজি কর কাণ্ডে লাগাতার সিবিআই জেরার মুখে পড়েছেন ওই হাসপাতালেরই ফরেন্সিক বিভাগের শিক্ষক দেবাশিস সোম (Debasish Som)। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত তিনি। রবিবার অসুস্থ বোধ করে তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতাল সূত্রে খবির, বর্তমানে আইসিইউতে রয়েছেন তিনি। রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়াতেই অসুস্থ হয়ে পড়েন তিনি বলে জানা গিয়েছে। এছাড়াও তাঁর দিয়াবেটিসের সমস্যা রয়েছে। ওই হাস্তাটালেই চিকিৎসাধীন রয়েছেন দেবাশিস সোম।

বহুদিন ধরে আরজি কর হাসপাতলের সঙ্গে যুক্ত দেবাশিস সোম। ওই হাসপাতলে ডেমোনস্ট্রাটরের দায়িত্ব সামলান তিনি। এছাড়াও তিনি আরজি কর কলেজের কাউন্সিলের সদস্য। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) কমিটিতেও তাঁর সদস্যপদ রয়েছে। তাঁর বিরুদ্ধে বার বার আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতর অভিযোগ ও রয়েছে। জানা গিয়েছে যে এতটাই ঘনিষ্ঠ ছিলেন তাঁরা যে প্রাক্তন অধ্যক্ষর ঘরের পাশেই তাঁর জন্য একটি ঘর রাখা হয়েছিল। নিজের বিভাগে না বসে সেখানেই বসতেন তিনি। তাঁর বিরুদ্ধে ফরেন্সিক মেডিসিন বিভাগে তাঁর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ ও এসেছে।

   

প্রবল বৃষ্টি, বন্যা, ও ভূমিধসে বিপর্যস্ত অন্ধ্র, জারি সতর্কতা

ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি কর হাসপাতলের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি আদালতে চিকিৎসার জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা নয়ছয়, ভেন্ডার নির্বাচনে স্বজনপোষণ, নির্মাণকার্যে আইন ভেঙে ঠিকাদার নিয়োগ ছাড়াও বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ আনেন। সেই মামলার তদন্তভার গ্রহণ করে অনেককেই জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা।

আরজি কর মেডিক্যাল কলেজে বিভিন্ন দুর্নীতিতে বিষয় তদন্তের দায়ভার কলকাতা হয় কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইযে হাতে তুলে দেওয়ার পর, ২৬ অগস্ট দেবাশিসের কেষ্টপুরের বাড়িতে পৌঁছয় সিবিআই। সকাল থেকে সন্ধে চলে টানা তল্লাশি। এরপরেই তাঁকে নিজাম প্যালেসে নিয়ে আসে কেন্দ্রীয় সংস্থা। রাত অবধি শেখেনি টানা জেরার মুখে পড়েন তিনি। তার পরের দিনও তার ডাক পড়েছিল নিজাম প্যালেসে।

এরপর আরেকটি মামলার তদন্তে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সেখানে আর্থিক অনিয়ম ছাড়াও আরজি করে শিক্ষানবিশ মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায়ও জেরা করা হয় তাঁকে। জানা যায় সে সম্প্রতি সোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭) সেমিনার হলে মহলে চিকিৎসকের দেহ উদ্ধারের পর দেবাশিসের উপস্থিতি লক্ষ্য করা যায়। জানা গিয়েছে এই ভিডিওর কারণেই তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়।