বাংলার ‘অভয়া’কাণ্ডের মামলা এবার সুপ্রিম কোর্টে, ২০ আগস্ট শুনানি

বাংলার আরজি কর মামলা (RG Kar Case) এবার বড় মোড় নিল। বাংলার ‘অভয়া’কাণ্ডের মামলা এবার গড়ালো সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে, আগামী ২০ আগস্ট রয়েছে শুনানি। …

বাংলার আরজি কর মামলা (RG Kar Case) এবার বড় মোড় নিল। বাংলার ‘অভয়া’কাণ্ডের মামলা এবার গড়ালো সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে, আগামী ২০ আগস্ট রয়েছে শুনানি। 

মূলত নিহত চিকিৎসকের ছবি ও নাম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এই ঘটনা নিয়েই সরব হয় নির্যাতিতার পরিবার। ফলে শেষমেষ এবার দেশের শীর্ষ আদালতে উঠল মামলা। স্বাভাবিকাভাবেই এহেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে।  

   

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসক, নার্সিং স্টাফ ও অন্যান্যদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত রাজ্য পুলিশ বাহিনীকে প্রতি দুই ঘণ্টা অন্তর পরিস্থিতির রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে।

রাজ্য পুলিশ বাহিনীকে পাঠানো চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সমস্ত রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখতে হবে।

শুক্রবার পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘এখন থেকে এ সংক্রান্ত দু’ঘণ্টার ধারাবাহিক আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট আজ থেকে ১৬০০ ঘণ্টার মধ্যে ফ্যাক্স, ইমেল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রকের কন্ট্রোল রুমে পাঠানো হোক। স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য পুলিশ বাহিনীকে ফ্যাক্স এবং হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল আইডিও সরবরাহ করেছে যেখানে দুই ঘণ্টার পরিস্থিতির রিপোর্ট পাঠানো যেতে পারে।

গত ৯ অগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় পরের দিন কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। এরপরেই কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়।