আরজি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় আজ, মঙ্গলবার থেকেই জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে হবে৷ সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকাল একটি সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে আন্দোলন প্রত্যাহার করে সকলকে কাজে যোগ দেওয়ার পরামর্শ দেন৷ কারণ এই আন্দোলন করতে গিয়ে বহু রোগী বিনা চিকিৎসায় মারা গিয়েছেন বলে স্বাস্থ্যভবন দাবি করে৷
সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দেবে বলেও জানিয়েছে সরকার৷ কিন্তু এই সমস্ত নির্দেশের তোয়াক্কা না করেই জুনিয়র চিকিৎসকেরা নিজেদের দাবিতে অনড়৷ এক সাংবাদিক সম্মেলন করে তাঁরা তাঁদের পাঁচ দফা দাবির কথা জানিয়েছেন৷ সেগুলি মানা হলে তারপরই তাঁরা কাজে ফেরার বিষয়টি ভেবে দেখবেন৷ তবে আপাতত কর্মবিরতি তোলার কোন পরিকল্পনা নেই চিকিৎসকদের। বরং আজ দুপুরেরই তাঁরা স্বাস্থ্যভবন অভিযানে যাচ্ছেন। দুপুর ১২টায় করুণাময়ী থেকে স্বাস্থ্যভবনের উদ্দেশ্যে মিছিল করে রওনা হবেন জুনিয়র চিকিৎসকেরা।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে পাঁচ দফা দাবির কথা তুলে ধরা হয়। দাবিগুলি নিম্নরূপ :
১. দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
২.স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অর্ধিকর্তা ও স্বাস্থ্য-শিক্ষা অর্ধিকর্তার পদত্যাগ।
৩. সিপি বিনীত গোয়েলের পদত্যাগ।
৪.স্বাস্থ্যকর্মীদের সঠিক নিরাপত্তা।
৫.‘থ্রেট কালচার’-বন্ধ করতে হবে।
এই আন্দোলন নিয়ে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, “আমাদের দাবি নিয়ে গতকাল সাংবাদিক বৈঠকে অনেক কিছুই বলা হয়েছে৷ কিন্তু আমাদের দাবিগুলি একেবারেই ন্যায়সঙ্গত৷ আমরা মনে করি, দাবিগুলি মানাটা যুক্তিযুক্ত৷ কারণ এগুলি ভুল সেটাতো সুপ্রিম কোর্টও বলেনি। তাহলে ন্যায্য দাবির জন্য এই ধরনের আন্দোলন যদি হয়ে থাকে, তাহলে ন্যায়সঙ্গত দাবি পূরণ করার দায়িত্ব একটা সরকারেরও রয়েছে বলে আশা করি৷ রাজ্য সরকারের কথামতো আমরা যদি কাজে ফিরি, তাহলে আমাদের দাবিগুলি মেনে নিতেও কোনও সমস্যা থাকতে পারে না বলেই মনে করি রাজ্য সরকারের৷”