মহেশতলার বহুতলে সিলিন্ডার ফেটে বিপত্তি, জখম ৪ , উড়ে গিয়েছে বাড়ির চাল

শনিবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মহেশতলায় (Maheshtala) ১১ নম্বর ওয়ার্ডে (Ward No. 11) একটি বহুতলে পর পর সিলিন্ডার ফেটে বিপত্তি। আহত হয়েছেন বাড়ির…

শনিবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মহেশতলায় (Maheshtala) ১১ নম্বর ওয়ার্ডে (Ward No. 11) একটি বহুতলে পর পর সিলিন্ডার ফেটে বিপত্তি। আহত হয়েছেন বাড়ির মালিক সহ অন্তত ৪ জন । ক্ষতিগ্রস্থ হয়েছে বহুতলটি। উড়ে গিয়েছে বাড়ির চাল।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে মহেশতলার (Maheshtala) বাসিন্দারা পরপর বিস্ফোরণের আওয়াজ শুনতে পান এবং বেরিয়ে এসে দেখেন বহুতলের চতুর্থ স্তরের অংশ উড়ে গিয়ে নিচে পরে আছে। তারা বহুতলে প্রবেশ করতেই ৩ জনকে আহত অবস্থায় পরে থাকতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয়ে হাসপাতালে এবং খবর দেওয়া হয় মহেশতলা থানা (Maheshtala Police Station) এবং দমকল বিভাগকে (Fire Brigade)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ৩টি অগ্নিনির্বাপক দল ও মহেশতলার থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও। তিনি বিদ্যুৎ দপ্তর কে খবর দেন এবং এলাকার বিদ্যৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় উদ্ধার কাজ । স্থানীয় সূত্রে খবর এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে আগুন।

   

বাড়ি চাঙড় খসে পড়ে আহত হয়েছেন অনেকে। কয়েকজন আহতদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত হয়েছেন বাড়ির কর্ত্রী। তিনি সহ হাসপাতলে ভর্তি রয়েছেন বাড়ির আরও দুজন।

স্থানীয় বাসিন্দাদের মতে মূলত ধুপ (Incense) জ্বালানোর কারণেই আগুনের ফুলকি ঢুকে বিস্ফোরণ হয় সিলিন্ডারগুলির । একজন স্থানীয় বাসিন্দার কথায়, “যখন ঘটনাটি ঘটে, বাড়ির একজন বাসিন্দা ধুপ জ্বালাচ্ছিলেন। সেই সময় বিস্ফোরণ হয় এবং তার হালকা থেকেই অনেকে পুড়ে গিয়েছেন। তারা প্রত্যেকেই হাসপাতালে আছেন। আগুন এখন নিয়ন্ত্রণে।”

আরেকজন স্থানীয় বাসিন্দা নিশ্চিত করেছেন যে দুটি সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় এই কাণ্ড ঘটে। “সকালে ২টো সিলিন্ডার বিস্ফোরণ হয় তখন আমি স্নান করছিলাম বেরিয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এক ঘন্টা পরে পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে আগুন এখনও জ্বলছে ।

পুলিশ জানিয়েছে যে তদন্ত করে জানবার চেষ্টা চলছে সিলিন্ডার বিস্ফোরণের সঠিক কারণ।