যুব নেতাদের তিরে আক্রান্ত সিপিএমের বৃদ্ধতন্ত্রের ‘মৌরসিপাট্টা’

কলকাতাঃ ভোটে ভরাডুবির রেশ এখনও কাটছে আলিমুদ্দিনের অন্দরে। তাই ভোট পরবর্তী পরিস্থিতির পর্যালোচনায় আদি-নব্য দ্বন্দে বিপর্যস্ত সিপিএমের রাজ্য কমিটি। দলের বিপর্যয় নিয়ে এর আগে প্রমোদ…

সিপিএম

কলকাতাঃ ভোটে ভরাডুবির রেশ এখনও কাটছে আলিমুদ্দিনের অন্দরে। তাই ভোট পরবর্তী পরিস্থিতির পর্যালোচনায় আদি-নব্য দ্বন্দে বিপর্যস্ত সিপিএমের রাজ্য কমিটি। দলের বিপর্যয় নিয়ে এর আগে প্রমোদ দাশগুপ্ত ভবনে জেলা নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন সেলিম-সুজনেরা।

গত জুন মাসে আয়োজিত ওই বৈঠকে দলের পরাজয়ের জন্য সোজাসুজি মহম্মদ সেলিমকে কাঠগড়ায় তুলেছিল জেলা ও পঞ্চায়েতস্তরের একাধিক নেতা। রাজ্য কমিটির সম্পাদক হওয়া সত্বেও সেলিম কেন ভোটে দাঁড়িয়েছিলেন, তা নিয়েও সোজাসুজি তাঁর দিকে আঙুল তুলেছিলেন বাম কৃষক নেতারা। পরিস্থিতি সামলাতে তখন জ্যোতি বসুর প্রার্থী হওয়ার উদাহরণ টেনে আনেন সূর্যকান্ত মিশ্র। কিন্তু তাতেও ক্ষান্ত হন নিচুতলার বাম নেতা কর্মীরা। 

   

বৃষ্টি মাথায় নিয়েই রথের রশিতে টান মমতার, ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রী

এবার আবারও সেই দলের ভেতর ক্ষোভের মুখে পড়লেন বাম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য। সম্প্রতি তাঁর ‘আগুন পাখি’ মন্তব্য নিয়ে যথেষ্ট শোরগোল পড়েছিল দলের অন্দরে। ‘আগুন পাখি’ কিংবা ‘ক্যাপ্টেন’ তকমা গুলিকে আত্মপ্রচার বলে দাবি করেছিলেন। আর এর জেরেই দলের যুব সংগঠনগুলির তোপের মুখে পড়তে হয়েছিল এই প্রবীণ বাম নেতাকে।

১০ জুলাই উপনির্বাচন, কোথায় এগিয়ে কে? দেখুন লোকসভা ভোটের নিরিখে ৪ বিধানসভার ফল

যুব নেতাদের দাবি, বাম যুব নেত্রী মীনাক্ষির জনপ্রিয়তা মেনে নিতে পারছেন না বাম নেতাদের একাংশ। তারা কোনওভাবেই চায় না কোনও যুব নেতা দলের প্রথম সারিতে উঠে আসুক। নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রবীণ নেতারাই নিজেদের প্রভাব বজায় রাখতে চান বলেই অভিযোগ তুলেছে বাম যুব সংগঠনগুলি।আবার, শিক্ষক নিয়োগ মামলায় চাকরি প্রার্থীদের থেকে সিপিএম পন্থী আইনজীবীরা টাকা লুট করেছেন কিনা তাও খতিয়ে দেখার দাবি তুলেছেন যুব নেতাদের একাংশ।

সীমান্তজুড়ে রমরমিয়ে চলছে বেআইনি পাচার! ‘অভিযুক্ত’ মোদীর মন্ত্রী শান্তনু ঠাকুর

অন্যদিকে, কংগ্রেস এবং আইএসএফের মতো দলের সঙ্গে জোট নিয়েও প্রশ্ন তুলেছেন বাম যুব সংগঠনগুলি। তাঁদের অভিযোগ বামেদের এই পরনির্ভরশীলতা পতনের অন্যতম কারণ। তাই দলের সাংগঠিক শক্তি বাড়াতে পরনির্ভরশীলতা কাটাতে হবে। তাতে দলের প্রতি সাধারণ ভোটারের ভরসা বাড়তে পারে বলে মনে করে তাঁরা। সম্প্রতি আসন্ন উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে প্রার্থী করা নিয়ে কংগ্রেসের সঙ্গে জটিলতা বেড়েছে বামেদের। ফরোয়ার্ড ব্লক তাঁদের পুরোনো আসন না ছাড়ায় তীব্র হয়েছে কংগ্রেস-বাম বিরোধ, মমতা বিরোধী জোটে এই চিড় ধরায় চিন্তা বাড়িয়েছে আলিমুদ্দিনকে।