‘অভয়ার বিচার চাই’ এবার রাত-ভোর দখলের সাক্ষী থাকবে তিলোত্তমা

CBI probe suggests Kolkata doctor was not gang-raped

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে উত্তাল রাজ্য-রাজনীতি। এক মাসের মাথায় এসে এখনও পর্যন্ত এই নৃশংস ঘটনায় সঞ্জয় রাই ছাড়া আর কোন অভিযুক্তের নাম প্রকাশ্যে আসেনি। এবার এই ঘটনার প্রতিবাদে ১৪ অগস্টের পর ফের রাত দখলের (RG Kar Protest) ডাক দিল মেয়েরা। এই ঘটনার প্রতিবাদে এদিন প্রথম রিমঝিম সিংহের ডাকে পথে নেমে পা মিলিয়েছিলেন মেয়েরা। ‘রাত দখল কর্মসূচি’-র ডাক দিয়ে সমাজমাধ্যমে তাঁরা পোস্ট করেছিলেন ‘মেয়েরা রাত দখল করো, দিন বদল করো’।

তাঁদের ডাকে প্রচুর মানুষ পথে নেমেছিলেন। কলকাতা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলায় মেয়েরা ‘রাত দখলে’ নেমেছিলেন। এবার ফের ১৪ অগস্টের সেই ছবিই ফিরে আসতে চলেছে। রিমঝিমদের ডাকেই আবার রাত দখলে নামতে চলেছেন মেয়েরা। তবে এবার রিমঝিমরা নতুন কর্মসূচির কথা জানিয়েছেন। এবার তাঁরা সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। মূলত, গানের দল, নাচের দল সহ সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে।

   

সাংস্কৃতিক আঙ্গিকে এই রাত দখল হবে বলে জানা গেছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির আহ্বায়কেরা জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর ফের ‘রাত দখল’ করতে পথে নামবেন তাঁরা। তাঁরা এই কর্মসূচির নাম দিয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। এই কর্মসূচি প্রসঙ্গে রিমঝিমেরা সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির কথা তুলে ধরেছেন। তাঁরা বলেছেন, গুপী গাইনেরা যেমন রাজার ঘুম ভাঙিয়েছিলেন ঠিক সেভাবেই তাঁরা এবার শাসকদের ঘুম ভাঙাতে চান।

তবে এর পাশাপাশি ৯ অগাস্ট ভোর দখলের ডাকও দেওয়া হয়েছে। ভোর ৪.১০ থেকে সকাল ৬ টা পর্যন্ত শিলিগুড়িতে এই ‘ভোর দখল’-এর ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির ডাক দিয়েছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ। শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক দিয়েছেন তিনি। প্রসঙ্গত, এদিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর সোমবারই সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি।

আর সেদিনই ভোর দখলের ডাক দেওয়া হল। তবে ১৪ অগস্টের পর থেকে এখনও পর্যন্ত বিচারের দাবিতে দিকে দিকে পথে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছে মানুষ। সবার মুখে শুধু একটাই কথা, ‘জাস্টিস ফর আরজি কর’।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন