Ration Scam: ইডির হাতে লক্ষ লক্ষ টাকার লেনদেন চ্যাট, আরও বিপাকে জ্যোতিপ্রিয়

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডি হেফাজতে। তবে তিনি চিকিৎসাধীন। শুক্রবার তাঁকে রেশন দুর্নীতির তদন্তে গ্রেফতার করেছে ইডি। শনিবার ইডির হাতে এলো এমন এক তথ্য তাতে লক্ষ…

Ration Scam: ইডির হাতে লক্ষ লক্ষ টাকার লেনদেন চ্যাট, আরও বিপাকে জ্যোতিপ্রিয়

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডি হেফাজতে। তবে তিনি চিকিৎসাধীন। শুক্রবার তাঁকে রেশন দুর্নীতির তদন্তে গ্রেফতার করেছে ইডি। শনিবার ইডির হাতে এলো এমন এক তথ্য তাতে লক্ষ লক্ষ টাকার লেনদেন ধরা পড়েছে।এই হোয়াটসঅ্যাপ চ্যাটে  MIC -কে টাকা পাঠানোর উল্লেখ করা হয়। MIC অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। MIC নামে একজনকেই টাকা পাঠানো হত বলে ইডি সূত্রে খবর। ২০২০ সালে বাকিবুরের সঙ্গে কথোপকথনেরও রেকর্ড পেয়েছে ইডি। রেশন দুর্নীতির তদন্তে বিপুল অঙ্কের মালিক বাকিবুর ধৃত। তার সূত্র ধরেই প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডি জালে।

বাকিবুর বলছেন, ” হ্যাঁ MIC-কে টাকা পাঠানো হয়েছিল।” সে কথা তিনি স্বীকার করেছেন। কারণ হোয়াটসঅ্যাপ চ্যাট দুই ব্যক্তির মধ্যে হয়েছিল। দুই পার্সন ও বাকিবুর। সেই চ্যাটটা উদ্ধার করেছে ইডি। এখন তদন্তকারী সংস্থাদের প্রশ্ন এইসব সংস্থার ডামি এজেন্ট ও ডিরেক্টর ছিল তারা ঘুরপথে খোলা বাজারি পণ্য বিকিকরণ পাঠাত। আর কত ব্যক্তি, ডামি এজেন্ট ও ডিরেক্টর ছিল তা খোঁজা এখন ইডির কাছে বড়ো চ্যালেঞ্জ। আর কোথাও কোথা থেকে টাকা এসেছে তাও খোঁজ করা হচ্ছে। আর তাই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেই কারণে তারা অপেক্ষা করছেন, মন্ত্রী সুস্থ হলেই তারা জিজ্ঞাসাবাদ শুরু করবেন।

Advertisements

২০২০ সালের সেই সময় সেই চ্যাটের তথ্য উদ্ধার করেছে ইডি। একজন লিখছেন MIC-কে তিনি ৬৮ লক্ষ টাকা পাঠিয়েছেন। এই কথোপকথন হচ্ছে সেই ব্যক্তির সাথে বাকিবুরের। আরও একজন ব্যক্তি স্টেটম্যান্ট লিখে পাঠিয়ে বলছেন, আমি MIC-কে পাঠালাম ১২ লক্ষ টাকা। MIC কারা ? সেই বিষয়ে ওই দুজন ব্যক্তি স্টেটম্যান্ট দিয়ে জানিয়েছেন, মিনিস্টার ইন চার্জ সেই সময় খাদ্য দফতরের যে মন্ত্রী ছিল তার কথাই বলা হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাকিবুর।