Ration Scam: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় বললেন ‘মমতাদি সব জানে’

গ্রেফতার হওয়ার এক সপ্তাহ ফের পর মুখ খুললেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হওয়ার পরই তিনি দাবি করেছিলেন তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।…

গ্রেফতার হওয়ার এক সপ্তাহ ফের পর মুখ খুললেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হওয়ার পরই তিনি দাবি করেছিলেন তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আর এবার তিনি দাবি করলেন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। আজ, শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বালুকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়। যাওয়ার পথে মন্ত্রী বলেন, “মমতা দি সব জানেন।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রথম দিন থেকেই মন্ত্রী পদে রয়েছেন জ্যোতিপ্রিয়। শুধু তাই নয়, তৃণমূলের দীর্ঘদিনের নেতা তিনি। গ্রেফতার হওয়ার পর তিনি দাবি করেছিলেন বিজেপি তাঁকে ফাঁসিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তিনি। এরপর গত এক সপ্তাহে বালুকে আর তেমন কিছু বলতে শোনা যায়নি।

   

বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই বালু বলে ওঠেন, “আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতা দি জানেন। মমতা দি পুরোটাই জানেন। আমি দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব।”

Advertisements

জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন,”বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) শরীর খুব খারাপ। আজ যদি ও মরে যায়, তাহলে আমি কিন্তু ইডি ও বিজেপির বিরুদ্ধে এফ‌আইআর করব।” আর তার পরেই রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকক গত শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি গোয়েন্দারা। বৃহস্পতিবার প্রায় ২১ ঘণ্টা তল্লাশির জেরার পর জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি।

ইডি গ্রেফতার করেছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়। রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, মমতার অতি প্রিয় বালুকে কবে মন্ত্রীসভা থেকে সরানো হবে। গুঞ্জন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তৃণমূল অন্দরের একটি মহল চাপ তৈরি করছে। মুখ্যমন্ত্রী প্রবল বিপর্যস্ত। বালুর পাশেই আছেন মুখ্যমন্ত্রী? তিনি সব জানেন? কী জানার দিকে ইঙ্গিত করছে জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের নয়া মন্তব্যে বিতর্ক তৈরি হতে শুরু করেছে। রাজনৈতিক তরজার পারদ চড়ছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News