নিত্য যাত্রীদের জন্য সুখবর, রথের দিন বিশেষ ট্রেন চালানোর ঘোষণা রেলের

রথের দিন রেল যাত্রীদের জন্য রইল বড় খবর। এমনিতে রবিবার দিন একদিকে যখন ট্রেন কম থাকা নিয়ে যাত্রীরা হামেশাই অভিযোগ করেন, সেখানে আজ বড় চমক…

রথের দিন রেল যাত্রীদের জন্য রইল বড় খবর। এমনিতে রবিবার দিন একদিকে যখন ট্রেন কম থাকা নিয়ে যাত্রীরা হামেশাই অভিযোগ করেন, সেখানে আজ বড় চমক দিয়েছে পূর্ব রেল। পূর্ব রেল আজ রথযাত্রার মতো (Rathyatra Special Train) পবিত্র দিনে এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার পরে রেল যাত্রীরা খুশি হয়ে যাবেন বলে মনে হচ্ছে।

পূর্ব রেলের তরফে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, আজ ৭ জুলাই রবিবার এবং আগামী ১৫ জুলাই রবিবার হাওড়া ডিভিশনে বিশেষ ট্রেন চালানো হবে। এই ট্রেনটি যাতায়াত করবে হাওড়া থেকে নবদ্বীপ,আবার নবদ্বীপ থেকে হাওড়া। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে নবদ্বীপের উদ্দেশ্যে সকাল ৯:৩২ নাগাদ ছাড়বে। এরপর এটি নবদ্বীপে পৌঁছাবে দুপুর ১২:০০টা নাগাদ।

   

এরপর ফিরতি পথে এই ট্রেনটি নবদ্বীপ থেকে দুপুর ২:৩০ নাগাদ হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে এবং এটি পৌঁছাবে দুপুর ৫টা নাগাদ। মূলত বাড়তি যাত্রীদের কথা মাথায় রেখেই রেলের তরফে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রথের দিন এমনিতেই সকলে সেলিব্রেশনের মুডে থাকেন, তারওপর আজ আবার রবিবার পড়েছে। ফলে ছুটির দিনে ট্রেনে যাত্রী সংখ্যা বাড়তে পারে, সেই কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।  

এই বিশেষ ট্রেনটি চালানোর জন্য আবার অনেকে পূর্ব রেলকে ধন্যবাদ জানিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, ‘আগের বছর দুই জোড়া ছিলো।’ অন্য আরেকজন বলছেন, ‘এটা কাটোয়া পর্যন্ত extand করা গেল না কেনো? তাহলে অন্তত একটা বেশি ট্রেন পেত ওই সেকশনের যাত্রীরা। আসলে মূর্খ আসনে বসলে যা হয়। গত বছর কাটোয়া পর্যন্ত করা ছিল। আর এই বছর নবদ্বীপ!’