Rainfall: বইবে ৪০-৫০ কিমি বেগে হাওয়া, ৩ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি

আর রক্ষে নেই, এবার তোলপাড় করা আবহাওয়া ধেয়ে আসছে বাংলার দিকে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল’ নিয়ে ইতিমধ্যে সকলের রাতের ঘুম উড়ে গিয়েছে। তার ওপর এবার বাংলার…

kol rain copy Rainfall: বইবে ৪০-৫০ কিমি বেগে হাওয়া, ৩ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি

আর রক্ষে নেই, এবার তোলপাড় করা আবহাওয়া ধেয়ে আসছে বাংলার দিকে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল’ নিয়ে ইতিমধ্যে সকলের রাতের ঘুম উড়ে গিয়েছে। তার ওপর এবার বাংলার দিকে তাক করে ব্যাপক ঝড় বৃষ্টি আসছে বলে পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। আজ বুধবার থেকে যে বৃষ্টি (Rainfall) শুরু হবে তা সপ্তাহজুড়ে চলবে বলে জানিয়ে দিল আলিপুর।

Image

   

আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে বুলেটিনটি জারি করা হয়েছে সেটা অনুযায়ী, আগামী ২৪ মে শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় ২৩ মে থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে আজ সপ্তাহের তৃতীয় দিনে কলকাতা শহর দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এছাড়া ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে।

অন্যদিকে দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি হতে পারে বৃষ্টি। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে।

 

জেরে আগামী ২৪ মে থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪৫ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৫ মে পর্যন্ত এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।