Rainfall: টানা গরম থেকে মুক্তি, আকাশ কালো করে দক্ষিণবঙ্গের বহু জেলায় নামবে বৃষ্টি

      গরম অতীত, এবার অবশেষে রাজ্যে ঝড়-বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মূলত টানা গরম আবহাওয়ার পর অবশেষে এবার স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে…

short-samachar

 

   

গরম অতীত, এবার অবশেষে রাজ্যে ঝড়-বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মূলত টানা গরম আবহাওয়ার পর অবশেষে এবার স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। আজ শনিবার মূলত এমনই পূর্বাভাস জারি করে সকলকে চমকে দিল হাওয়া অফিস।

আজ শনিবার থেকেই আবহাওয়ার বদল ঘটতে শুরু করবে। এরপর আগামীকাল রবিবার ও পরের দিন সোমবার টানা দুদিন ঝড়-বৃষ্টির ভ্রূকুটি জারি করা হল বঙ্গে। যদিও আজ শনিবার অবধি বাংলার বেশ কিছু জেলা যেমন বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া, আসানসোল, বীরভূমে তাপপ্রবাহ চলবে। এই জেলাগুলির পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রির আশেপাশে থাকবে বলে খবর। কলকাতাতেও অস্বস্তিকর গরম বজায় থাকবে।

এদিকে স্বস্তির খবর, আগামী রবি ও সোমবার বৃষ্টির পর ৩ থেকে ৪ ডিগ্রি পারদ পতন ঘটবে বাংলার। রবিবার রাজ্যের কোথাও তাপমাত্রার সতর্কতা নেই। জানা গিয়েছে, কলকাতা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে আজ দার্জিলিং ,কালিম্পং ও জলপাইগুড়ি জেলার কিছু জায়গাতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সন্ধের পর মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বইবে ঝোড়ো হাওয়াও।

আগামী সাত দিন উত্তর ভারতের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ অর্থাৎ ৬ এপ্রিল জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ রাজস্থানের কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।