Rainfall: জেলায় জেলায় আজও ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, দোসর হবে কালবৈশাখী

সপ্তাহের প্রথম দিনেই সুখবর পেলেন বাংলার মানুষজন। আর এই সুখবর হল বৃষ্টি (Rainfall) নিয়ে। বঙ্গে আজও আবার নতুন করে তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হল…

Rainfall: জেলায় জেলায় আজও ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, দোসর হবে কালবৈশাখী

সপ্তাহের প্রথম দিনেই সুখবর পেলেন বাংলার মানুষজন। আর এই সুখবর হল বৃষ্টি (Rainfall) নিয়ে। বঙ্গে আজও আবার নতুন করে তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হল আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে।

আজও জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে বাংলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে গতকাল রবিবার থেকে। আজ ও আগামীকাল অবধি বঙ্গে ঝড়-বৃষ্টির দাপট চলবে। এদিকে সাময়িকভাবে হলেও গরম বেশ খানিকটা কমবে। জানা যাচ্ছে, গতকাল বৃষ্টির পর কিছুটা হলেও বাংলায় পারদ বেশ খানিকটা কমেছে।

আজ আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। এইসঙ্গে ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও খবর।

Advertisements

এদিকে আগামী বুধবার অবধি উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। আজ সকাল থেকেও বাংলার আকাশের মুখ ভার। যে কোনও মুহূর্তে নামতে পারে বৃষ্টি বলে খবর।