দুপুরেই যেন ঘনিয়ে এল সন্ধ্যে। কালো মেঘে ঢেকে গেল কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ। ইতিমধ্যে ছিটেফোঁটা বৃষ্টিও (Rainfall) অবধি পড়তে শুরু করে দিয়েছে। আপনারও যদি এখন বাড়ি থেকে বেরনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না, কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বইছে দমকা হাওয়াও।
দুপুর ১:৩০ টার একটু পরেই শহরজুড়ে নামল স্বস্তির বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মূলত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের হাত ধরে দক্ষিণবঙ্গে আবার ইউটার্ন নিয়ে ফিরে এলো ভারী বৃষ্টি। আলিপুরের তরফে জারি করা সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ শুক্রবারেও উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলি অর্থাৎ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
এই বৃষ্টির হাত থেকে কিন্তু রেহাই পাবে না কলকাতাও। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। বিকেল বা সন্ধের দিকেও আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা যাচ্ছে, আজ গোটা দক্ষিণবঙ্গ আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সমুদ্র উত্তাল থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মূলত কারণ বাংলাদেশের উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত্ অবস্থান করছে। যার ফলে আজ বিক্ষিপ্তভাবে সারাদিন বৃষ্টি চলবে।
Weather Warning for West Bengal dated 25-07-2024 pic.twitter.com/x6AodbFrXd
— IMD Kolkata (@ImdKolkata) July 25, 2024