Rainfall: বিকেলের পর কলকাতার হাওয়া বদল, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

আর মাত্র কিছুক্ষণ, তারপরেই বিকেলের পর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rainfall) পূর্বাভাস রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। আজ সোমবার একটি বুলেটিন জারি করে হাওয়া…

আর মাত্র কিছুক্ষণ, তারপরেই বিকেলের পর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rainfall) পূর্বাভাস রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর।

আজ সোমবার একটি বুলেটিন জারি করে হাওয়া অফিস। আর এই বুলেটিন অনুসারে, আকাশ মেঘলা থাকবে। সেইসঙ্গে বিকেল বা সন্ধের পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়তে থাকবে তাপমাত্রা। আগামীকাল কলকাতার সর্বোচ্চ পারদ ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ ২৭ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। এরপর ক্রমে বাড়তে বাড়তে সেটি ৩৭ ডিগ্রি অবধি যেতে পারে।

   

আইএমডি পূর্বাভাস দিয়েছে যে সোমবার বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের পর তাপমাত্রা বাড়তে পারে ২-৪ ডিগ্রি সেলসিয়াস। আইএমডি সোমবার বেশিরভাগ জেলায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া সহ বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা জারি করেছে।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় এই সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশ কিছু জায়গায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়েছে। 

Advertisements

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News