শনিবার সকাল থেকে শুরু হল মেঘ রোদের লুকোচুরি খেলা। কখনও মেঘ তো আবার কখনও আকাশে কালো মেঘের আড়াল থেকে উঁকি মারছে রোদ। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে বিগত কিছুদিন মনোরম আবহাওয়া থাকলেও আজ সকাল থেকে যেন গরম লাগতে শুরু করেছে। যদিও আজ জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির (Rainfall) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
আজ কোন কোন জেলা ভিজবে জানেন? আজ শনিবার বাংলার জেলায় জেলায় কমলা সতর্কতা জারি করা হল হাওয়া অফিসের তরফে। জানা গিয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির সঙ্গে দোসর হবে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া। অর্থাৎ কালবৈশাখীর জোরদার সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
অন্যদিকে আজ দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি ১২ মে পর্যন্ত সিকিমেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত, সেইসঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। ১০ মে থেকে ১২ মে পর্যন্ত বিহার, ঝাড়খণ্ড এবং ১০ মে থেকে ১৪ মে ওড়িশায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে।
আইএমডি আরও জানিয়েছে, ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত মধ্যপ্রদেশে ৫০-৬০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের কয়েকটি অঞ্চলেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Special Bulletin Dt. 10.05.2024 pic.twitter.com/JvAj9Q3HCG
— IMD Kolkata (@ImdKolkata) May 10, 2024