ভরা শ্রাবণে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, রবিবাসরীয় দুপুরে ঝেঁপে বৃষ্টি নামবে

সকাল থেকেই বাংলার আকাশ মেঘলা হয়ে রয়েছে। সেইসঙ্গে ঝিরঝিরে বৃষ্টি তো রয়েইছেই। মূলত মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। সেইসঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপও তৈরি হয়েছে, যে কারণে…

সকাল থেকেই বাংলার আকাশ মেঘলা হয়ে রয়েছে। সেইসঙ্গে ঝিরঝিরে বৃষ্টি তো রয়েইছেই। মূলত মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। সেইসঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপও তৈরি হয়েছে, যে কারণে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি (Rainfall) হবে। আজ রবিবাসরীয় দুপুরে বা বিকেলের দিকে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ আজ রবিয়ার দুর্বল হয় সাধারণ নিম্নচাপ রূপে উড়িষ্যার সম্বলপুরের উপর অবস্থান করছে। দুর্বল হলেও যে বৃষ্টি হবে না তা কিন্তু নয়। আলিপুর জানাচ্ছে, এই নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কিছুদিন মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সক্রিয় রূপে অবস্থান করবে।

   

এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জুলাই মাসের শেষ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে। আজ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান।

দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ দুপুর বা বিকেলের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।

তবে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং বা আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে। জারি করা হয়েছে সতর্কতাও। এ তো গেল বাংলার কথা। এদিকে টানা বৃষ্টিতে ব্যাহত হয়েছে উত্তরাখণ্ড থেকে গুজরাট, মহারাষ্ট্রের স্বাভাবিক জনজীবন। দুই রাজ্যের বেশ কিছু বসতি জলের তলায়। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ-গৌরীকুণ্ড জাতীয় সড়কের ১০০ মিটার অংশ সোন গঙ্গা নদীতে জলে ভেসে গিয়েছে। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহনের পাশাপাশি যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়।

অন্যদিকে গাড়োয়াল অঞ্চলে ভূমিধসের কারণে একটি বাড়ি ধসে পড়ে, যেখানে মা-মেয়ে কবর দিতে গিয়ে মারা যান। একই সঙ্গে ঘনসালির ফুলে ওঠা ধর্মগঙ্গায় ভেসে যান মা-মেয়ে। ভারতের আবহাওয়া বিভাগ শনিবার ১৭টি রাজ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।