আকাশ কালো করে অবশেষে কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামল, কমল পারদও

মিলে গেল পূর্বাভাস, ঘড়ির কাঁটা ১১টা পেরোতেই ঝেঁপে বৃষ্টি (Rainfall) নামল কলকাতা শহরে। বিগত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল কলকাতা সহ সমগ্র…

মিলে গেল পূর্বাভাস, ঘড়ির কাঁটা ১১টা পেরোতেই ঝেঁপে বৃষ্টি (Rainfall) নামল কলকাতা শহরে। বিগত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের মানুষের। এখন খাতায় কলমে বর্ষাকাল হলেও ভ্যাপসা গরম যেন মাত্রাতিরিক্ত হচ্ছিল। তবে অবশেষে আজ শুক্রবার ঝেঁপে বৃষ্টি নামল।

পূর্বাভাস ছিলই, অবশেষে সেই পূর্বাভাসকে সত্যি করে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা ও সংলগ্ন এলাকায়। সেইসঙ্গে ‘বোনাস’ ঝোড়ো হাওয়া। আজ সকাল থেকেই কালো মেঘে ঢেকে ছিল আকাশ। সেইসঙ্গে বইছিল দমকা হাওয়া। আজ অনেকটা আবার তাপমাত্রাও কম ছিল। ফলে সব মিলিয়ে আজ স্বস্তির নিঃশ্বাস ফেললেন বাংলার মানুষ।

   

আজ শুক্রবার থেকে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একের পর এক জেলার আবহাওয়া তোলপাড় হয়ে উঠবে। সতর্কতা জারি করা হয়েছে কলকাতা শহরের উদ্দেশ্যেও। জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এটি আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলী, কলকাতা এবং বাঁকুড়া জেলায়। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার,দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।

এদিন উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির ভ্রূকুটিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দুর্যোগের জেরে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তাল থাকবে সমুদ্র, বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। যে কারণে মৎস্যজীবীদের মাঝসমুদ্রে যেতে মানা করা হয়েছে।