কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল বৃষ্টির আশংকা, কমলা সতর্কতা জারি

আর রক্ষে নেই, কারণ এবার বাংলায় টানা দুর্যোগের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। রাতভর হওয়া বৃষ্টিতে (Rainfall) কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলার মানুষ।…

কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল বৃষ্টির আশংকা, কমলা সতর্কতা জারি

আর রক্ষে নেই, কারণ এবার বাংলায় টানা দুর্যোগের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। রাতভর হওয়া বৃষ্টিতে (Rainfall) কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলার মানুষ। তবে আজ শুক্রবার ১২ জুলাইয়ের সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতায়। এদিকে এই বৃষ্টি মাথায় করে যে যার গন্তব্যে ছুটে চলেছেন। তবে এই বৃষ্টি কিছুটা হলেও সকলের স্পিডকে কম করে দিয়েছে। সকলের মাথাতেই রয়েছে ছাতা। যদিও বেলা বাড়লে আরও বৃষ্টি বাড়বে বলে সাফ সাফোন জানিয়ে দিল হাওয়া অফিস।

আলিপুর জানাচ্ছে, আজ শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে। এদিকে আজ কলকাতা সহ ১৫তি জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোনো জেলায় হলুদ তো আবার কোনো জেলায় কমলা অ্যালার্ট জারি করা হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

   

আজ বাড়ি থেকে বেরোনোর হলে ছাতা নিতে ভুলবেন না, কারণ আজ সারাদিনই বৃষ্টি চলবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাদ যাবে না কলকাতাও। আলিপুরের তরফে জারি করা সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, নদীয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

Advertisements

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, মালদা ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। এই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আপাতত রবিবার অবধি এমনই বৃষ্টি চলবে বলে খবর।