Rainfall: বইবে ৪০ কিমি বেগে ঝড়, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার সাত সকালে বৃষ্টি নিয়ে বড় আপডেট এসে গেল। আপনিও যদি বাড়ির বাইরে থেকে থাকেন বা বেরনোর প্ল্যান করে থাকেন তাহলে বিপত্তি এরাতে আগেভাগে জেনে…

short-samachar

বৃহস্পতিবার সাত সকালে বৃষ্টি নিয়ে বড় আপডেট এসে গেল। আপনিও যদি বাড়ির বাইরে থেকে থাকেন বা বেরনোর প্ল্যান করে থাকেন তাহলে বিপত্তি এরাতে আগেভাগে জেনে রাখুন আবহাওয়ার মতিগতি। সকাল থেকেই মেঘে ছেয়ে গেছে কলকাতার আকাশ। এদিকে আজও সমগ্র বাংলাজুড়ে বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। শুধু বৃষ্টিই নয়, দোসর হবে ব্যাপক ঝড়ও।

   

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ জায়গায় জায়গায় ৪০ কিমি বেগে ঝড় বইবে। এরপর আগামীকাল শুক্রবার থেকে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আগামী শনিবার অবধি ঝড়, বৃষ্টির তাণ্ডব চলবে। আজ সন্ধের পরেই ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আগামী ৭ দিন অব্ধি দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল ঘটতে থাকবে। আগামী শনিবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আইএমডি জানিয়েছে, বাংলাদেশ ও এর আশেপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এদিকে বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা সৃষ্টি হচ্ছে। এদিকে টানা ঝড়-বৃষ্টির কারণে বাংলার সর্বোচ্চ তাপমাত্রা আরও ২-৪ ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দু’এক জায়গায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও দু-এক জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।