‘সারপ্রাইজ’ ভিজিট বৃষ্টির, ১৫ জেলায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা

বাংলায় ফের আবহাওয়া বদল। ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামল সমগ্র বাংলাজুড়ে। রাতভর তো রয়েইছেই, এর পাশাপাশি শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজছে বাংলা।…

'সারপ্রাইজ' ভিজিট বৃষ্টির, ১৫ জেলায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা

বাংলায় ফের আবহাওয়া বদল। ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামল সমগ্র বাংলাজুড়ে। রাতভর তো রয়েইছেই, এর পাশাপাশি শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজছে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল যে ১ জুন থেকে দক্ষিণবঙ্গে বারিধারা নামবে। কিন্তু তার আগেই ‘সারপ্রাইজ’ ভিজিট দিল বৃষ্টি (Rainfall)।

বর্তমানে বাংলায় ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর নামগন্ধ নেই। এদিকে রেমাল যেতেই ভ্যাপসা ও অস্বস্তিকর গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন বাংলার মানুষজন। তবে রাত থেকে হওয়া বৃষ্টিতে এখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন সকলে। বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। তবে এখনই কিন্তু এই বৃষ্টি থামছে না। আজ সারাদিনই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই বৃষ্টি চলবে আগামী রবিবার অবধি। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

উত্তরবঙ্গের কথা বললেন, আপাতত কয়েকদিন মূলত ৫ জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা। কোথাও ৭ থেকে ১১ সেমি তো আবার কোথাও ১২ থেকে ২০ সেমি অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দোসর হবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া।

Advertisements

দার্জিলিং এবং কালিম্পং-এ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা, তোর্সা থেকে শুরু করে জলঢাকা, সঙ্কোশ নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।