Rainfall: পঞ্চম দফার ভোটে দক্ষিণবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা জারি

ফের একবার বাংলার হাওয়া বদল ঘটতে চলেছে। নতুন সপ্তাহে একদম নতুন করে বৃষ্টিতে (Rainfall) ভিজতে চলেছে কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একের পর এক জেলা।…

ফের একবার বাংলার হাওয়া বদল ঘটতে চলেছে। নতুন সপ্তাহে একদম নতুন করে বৃষ্টিতে (Rainfall) ভিজতে চলেছে কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একের পর এক জেলা। আগামীকাল রবিবার থেকেই বদলাতে শুরু করবে বাংলার আবহাওয়া। এরপর রবিবার পঞ্চম দফার লোকসভা ভোটের দিন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে শহরজুড়ে।

কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে একটি বুলেটিন জারি করা হয়েছে। আর এই বুলেটিন দেখে চমকে যেতে পারেন আপনিও। সোমবার কোথাও কমলা তো কোথাও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

   

Image

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের প্রসঙ্গে। বুলেটিন অনুযায়ী, ব্যাপক ঝড়-বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদীয়া এবং পূর্ব বর্ধমানে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা। কলকাতা সহ বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এদিন ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা।

অন্যদিকে ভোটের দিন উত্তরবঙ্গের তিন জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কা রয়েছে। এছাড়া বাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, মালধ, দুই দিনাজপুড়ে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা।