ভরদুপুরেই কলকাতা শহরে কার্যত আঁধার নেমে এল। হু হু করে করে বইছে হাওয়া। সেইসঙ্গে আকাশে মেঘেদের গর্জনও শোনা যাচ্ছে। ঝমঝমিয়ে বৃষ্টি (Rainfall) নামল শহরজুড়ে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তের জেরে দফায় দফায় বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়সীমার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দুপুর ১:৩০টা বাজতে না বাজতেই আকাশ কাঁপানো বৃষ্টি নামে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ তো রয়েইছেই। আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলী, কলকাতা, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ২৪ পরগণা, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়।
আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যে কারণে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চল আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাসে বলা হয়েছে, ৯ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমালয় পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয়ের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ৯ অগাস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
আজ উত্তরবঙ্গের উপরিভাগের দুই জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পং জেলায় অতি ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।