Rainfall: ১১ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, বইবে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

মিলল তাপপ্রবাহ থেকে মুক্তি। অবশেষে স্বস্তিতে বৃষ্টিতে (Rainfall) ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। এই স্বস্তিতে বারিধারা কতদিন বজায় থাকবে সেই নিয়ে ইতিমধ্যেই…

weather

মিলল তাপপ্রবাহ থেকে মুক্তি। অবশেষে স্বস্তিতে বৃষ্টিতে (Rainfall) ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। এই স্বস্তিতে বারিধারা কতদিন বজায় থাকবে সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বাংলার মানুষ। এদিকে আজ বাংলার একের পর এক জেলায় কালবৈশাখী, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হল।

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কিছু কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলী, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। হাওয়ার গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা অবধি।

   

অন্যদিকে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, কালিম্পঙ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এই জেলাগুলিটে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। শুধু তাই নয়, উল্লেখিত এই জেলাগুলোতে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ৪০ থেকে ৫০ কিমি বেগে হতে পারে।