রথের দিন বঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা, হলুদ-কমলা অ্যালার্ট জারি

কলকাতা: তৈরি থাকুন, কারণ আর কিছুক্ষণের মধ্যে প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হ্যাঁ সাত সকালে এমনই পূর্বাভাস দিয়ে সকলকে চমকে দিল আলিপুর…

South Bengal Weather Update: IMD Forecasts for Next 24 Hours; Digha Braces for Rain Before Christmas 2024

কলকাতা: তৈরি থাকুন, কারণ আর কিছুক্ষণের মধ্যে প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হ্যাঁ সাত সকালে এমনই পূর্বাভাস দিয়ে সকলকে চমকে দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ রথযাত্রার দিন থেকে আরও বৃষ্টি (Rainfall) বাড়বে বলে আভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। ফলে আজ ৭ জুলাই রবিবার ছুটির দিন আপনারও যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে সাবধান হয়ে যান।

জানা গিয়েছে, বঙ্গোপসাগরে আবার ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে চলেছে। যে কারণে সপ্তাঝভর বৃষ্টিতে ভুগতে চলেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা হয়ে রয়েছে। অন্যদিকে পাহাড়ে সকাল থেকে অকাল বৃষ্টি শুরু হয়েছে। আজ উত্তরবঙ্গের ৫ জেলা যেমন কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা।

   

এবার আসা যাক দক্ষিণবঙ্গের প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে।

আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ১০ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। ওড়িশা, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।