Heatwave: যত গরম দার্জিলিংয়ে! দক্ষিণবঙ্গে বৃষ্টির বার্তা

প্রবল গরমের মাঝে হাওয়া অফিস দিল খুশির খবর। শনিবার বিকেলের পর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি হতে পারে। কিন্তু দার্জিলিং জেলার সমতলে তাপপ্রবাহের সম্ভাবনার জেরে কমলা…

Kolkata weather update today

প্রবল গরমের মাঝে হাওয়া অফিস দিল খুশির খবর। শনিবার বিকেলের পর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি হতে পারে। কিন্তু দার্জিলিং জেলার সমতলে তাপপ্রবাহের সম্ভাবনার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

অপরদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও তাপ্রপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।

Advertisements

রবিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলায় জারি থাকবে কমলা সতর্কতা। রবিবার তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং জেলার সমতলে, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।