Rainfall: ধেয়ে আসছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা

ফের একবার অসময়ের বৃষ্টি (Rainfall)-তে ভিজতে চলেছে বাংলা সহ বেশ কিছু রাজ্য। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এবং মধ্যাঞ্চলে মৌসুমী উত্তর-পশ্চিম বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাতের সূত্রপাত হয়েছে…

ফের একবার অসময়ের বৃষ্টি (Rainfall)-তে ভিজতে চলেছে বাংলা সহ বেশ কিছু রাজ্য। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এবং মধ্যাঞ্চলে মৌসুমী উত্তর-পশ্চিম বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাতের সূত্রপাত হয়েছে বলে সাফ সাফ জানিয়েছে আলিপুর মৌসম ভবন। আজ বাংলার আবহাওয়া (Weather) কেমন থাকবে জানেন?

Advertisements

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ ও আগামীকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের কোনও জায়গাতেই বৃষ্টি হবে না। মোটের ওপর শুকনোই থাকবে। তবে শনিবার অর্থাৎ সপ্তাহান্তে ফের বদল ঘটবে আবহাওয়ার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। গরম অস্বস্তিকর আবহাওয়া থেকে মোটের ওপর মুক্তি মিলবে বলে খবর।

   

জানা যাচ্ছে, একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে। যে কারণে মার্চের প্রথম সপ্তাহের দিকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অন্যদিকে রবিবার বেশি বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে।