ঝিরঝিরে বৃষ্টি কলকাতায়, মাটি হবে সরস্বতী পুজোর আনন্দ?

পশ্চিমী ঝঞ্ঝার জেরে কুপোকাত শীত। ফেব্রুয়ারির প্রথম দিনই ভিজল শহর কলকাতা (Rain in Winter)। তবে মুষলধারে বৃষ্টি নয়, দেখা মিলল ঝিরঝিরে বৃষ্টির। গত সপ্তাহের শেষেই…

Light Rain in Kolkata, Will Saraswati Puja Celebrations Be Affected?

পশ্চিমী ঝঞ্ঝার জেরে কুপোকাত শীত। ফেব্রুয়ারির প্রথম দিনই ভিজল শহর কলকাতা (Rain in Winter)। তবে মুষলধারে বৃষ্টি নয়, দেখা মিলল ঝিরঝিরে বৃষ্টির। গত সপ্তাহের শেষেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল, এবার বাংলা থেকে বিদায় নেবে শীত। শনিবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দেখা মিলল বৃষ্টির (Rain in Winter)। বৃষ্টির জেরে শহরের নানা প্রান্তে যানজটও দেখা যায়।

বৃষ্টির জেরে শীতের পরশ একেবারে গায়েব। তবে শুধু বৃষ্টি নয়, কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিল। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারেরও নীচে নেমে যায়। কিছু জেলায় সেটা চলে যায় ৫০ মিটারের মধ্যে। উত্তরবঙ্গের চার জেলাতেও শনিবার কুয়াশার দাপট রয়েছে। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি কোচবিহার, দুই দিনাজপুরে। অন্যদিকে, বেশ কিছুদিন ধরেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সরস্বতী পুজো পর্যন্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ স্বাভাবিকের উপরেই থাকবে বলে মনে করা হচ্ছে।

   

কলকাতার এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে সাধারণত তাপমাত্রা এত বেশি থাকে না। ধারণা করা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রার ওঠানামা অনেকটা একই রকম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

শহরবাসী এখন খুব একটা শীত অনুভব করছেন না। তবে বৃষ্টির (Rain in Winter) সঙ্গে কুয়াশার দাপট বিশেষভাবে বেড়েছে। ভোর বেলা এবং সন্ধ্যার দিকে শীতের দাপট কিছুটা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা একেবারেই গায়েব হয়ে যাচ্ছে। সাধারণত ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে শীতের প্রভাব বেশি থাকে। তবে এই বছর তা বেশ আলাদা। যদিও বৃষ্টির পর পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়া অনেকটা একই থাকবে। দিনের বেলা বৃষ্টির দেখা না মিললেও, আকাশ মেঘলাই থাকবে। নতুন করে পারা পতনেরও কোনও সম্ভাবনা নেই। সরস্বতী পুজোয় আবহাওয়া উষ্ণই থাকবে।