ধেয়ে আসছে দুর্যোগ! সপ্তমীর সন্ধ্যায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল তিলোত্তমা

উৎসবের মরসুমে সপ্তমীর (Durga Puja 2025) সকাল শুরু হয়েছিল এক রূপকথার মতো আবহাওয়া (Kolkata Weather) নিয়ে। মেঘ কেটে বেরিয়ে আসে রোদের আলো, আর তার সঙ্গে…

Rain Forecast alert in Kolkata Weather during Durga Puja 2025

উৎসবের মরসুমে সপ্তমীর (Durga Puja 2025) সকাল শুরু হয়েছিল এক রূপকথার মতো আবহাওয়া (Kolkata Weather) নিয়ে। মেঘ কেটে বেরিয়ে আসে রোদের আলো, আর তার সঙ্গে শুরু হয়েছিল শহরজুড়ে প্রতিমা দর্শনের (Pandal Hopping) ধুম। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। সন্ধ্যার দিকেই বিক্ষিপ্ত বৃষ্টিতে (Rain Forecast) ভিজল শহরের একাধিক অঞ্চলে (Bengali Festival)।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীর সন্ধ্যায় পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি ও নদিয়া জেলায় বৃষ্টিপাত শুরু হয় এবং তার কিছু অংশ কলকাতাতেও পৌঁছয়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আগেই জানিয়েছিল।

   

আরও পড়ুন : সপ্তমীতে কোয়েল মল্লিকের পোস্ট মুহূর্তে ভাইরাল! কেন ঝড় উঠল শুভেচ্ছার?

দুর্গাপূজার সপ্তমী মানেই কলকাতার রাস্তা ও মণ্ডপে উপচে পড়া ভিড়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কোয়ার, একডালিয়া, ত্রিধারা সহ বহু জনপ্রিয় প্যান্ডেলে সন্ধ্যার আগেই ছিল দর্শনার্থীদের ঢল। কিন্তু আচমকাই একাধিক এলাকায় শুরু হওয়া বৃষ্টিতে দর্শনার্থীরা ছাতা মাথায় নিয়ে লাইনে দাঁড়াতে বাধ্য হন।

যদিও এসপ্তাহে এখনো পর্যন্ত কোনও বড়মাপের জলবন্দি পরিস্থিতি দেখা যায়নি, তবুও শহরবাসীর মনে রয়েছে অজানা আশঙ্কা। কারণ গত সপ্তাহেই ছ’ঘণ্টার টানা বৃষ্টিতে কলকাতা শহরের বহু এলাকা কার্যত ডুবে গিয়েছিল। আলিপুর দফতরের পজানানো হয়েছে, “পুজোর সময় ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই, তবে কিছু কিছু দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।”

আশঙ্কা থাকছে নবমী ও দশমীর দিন নিয়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি আপার এয়ার ঘূর্ণাবর্ত প্রবেশ করতে পারে। এর প্রভাবে ১লা অক্টোবর, নবমীর দিন, উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলত এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। নবমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দশমী ও একাদশীতে বৃষ্টির প্রকোপ আরও বাড়তে পারে।

আরও পড়ুন : উৎসবের ঝলমলে আলোর পিছনে অন্ধকারে ঢাকা রিজুদের জীবন

কলকাতার মানুষ বৃষ্টিতে অভ্যস্ত। বহু বছর ধরেই দেখা গিয়েছে, থইথই জলে ভিজেও উৎসবে মেতে ওঠে শহরবাসী। এমনকি হাঁটু-জলের প্যান্ডেলেও বাঙালি ঠাকুর দেখায় দমে না। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বরং মণ্ডপে মণ্ডপে ছাতা মাথায় ভিড় জমিয়েই চলেছে প্রতিমা দর্শন।