বালেশ্বর কাণ্ডের পর খড়গপুর স্টেশনের আধুনিকীকরণের লক্ষ্যে রেলমন্ত্রী

খড়গপুর: গত দুদিন ধরে রেলওয়ের খড়গপুর ডিভিশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার সারাদিন বালেশ্বরে কাটিয়েছেন। বালেশ্বর দুর্ঘটনায় যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেছিলেন সেই…

বালেশ্বর কাণ্ডের পর খড়গপুর স্টেশনের আধুনিকীকরণের লক্ষ্যে রেলমন্ত্রী

খড়গপুর: গত দুদিন ধরে রেলওয়ের খড়গপুর ডিভিশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার সারাদিন বালেশ্বরে কাটিয়েছেন। বালেশ্বর দুর্ঘটনায় যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেছিলেন সেই গ্রামবাসী ও হাসপাতালের চিকিৎসকদের সম্মান জানিয়েছেন তিনি। বুধবার খড়্গপুরে স্টেশন পরিদর্শনের পর রেলওয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন খড়্গপুরে। দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বুধবার দুপুরে।

এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন,”এশিয়া মহাদেশের সবথেকে জটিল স্টেশন হলো খড়গপুর স্টেশন। এখানকার ইন্টারলকিং থেকে বিভিন্ন বিষয় অনেক বড়। সেগুলির আধুনিকীকরণের প্রয়োজন। সেই লক্ষ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। খড়গপুর স্টেশনটির পুনর্বিকাশ করা হবে। সেই সঙ্গে খড়গপুর রেল শহরেরও একাধিক পুনর্বিকাশের লক্ষ্যে পদক্ষেপ এর উদ্যোগ হয়েছে।”বালেশ্বর কাণ্ডের পর খড়গপুর স্টেশনের আধুনিকীকরণের লক্ষ্যে রেলমন্ত্রী

Advertisements

সূত্রের খবর, খড়গপুর ডিভিশনের বালেশ্বর দুর্ঘটনার পর সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে কোনভাবেই না হয় সেজন্য একাধিক বিষয়ে আলোচনা হয়েছে রেলওয়ে আধিকারিকদের সঙ্গে। সমস্ত রেলওয়ের কর্মপদ্ধতি অত্যাধুনিক মানের তৈরীতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রের রেল মন্ত্রী ৷ তবে সাংবাদিকদের সামনে সেই প্রসঙ্গে কোন মন্তব্য করতে চাননি রেলমন্ত্রী।