Special Trains: কলকাতা থেকে ২ টো স্পেশাল ট্রেনের সময়সীমা বাড়ল

ভারতীয় রেলের পক্ষ থেকে দুটি স্পেশাল ট্রেনের সময়সীমে বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে দুই ট্রেনের সময়সীমে বাড়ানো হল সেগুলি হল – গুয়াহাটি-কলকাতা স্পেশাল এবং…

Indian Railways AC 3 Tier Economy Class Train

ভারতীয় রেলের পক্ষ থেকে দুটি স্পেশাল ট্রেনের সময়সীমে বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে দুই ট্রেনের সময়সীমে বাড়ানো হল সেগুলি হল – গুয়াহাটি-কলকাতা স্পেশাল এবং আগরতলা-কলকাতা স্পেশাল। গরমের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(০২৫১৮/০২৫১৭) গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি স্পেশাল এবং (০২৫০২/০২৫০১) আগরতলা-কলকাতা-আগরতলা স্পেশাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷

   

গুয়াহাটি-কলকাতা স্পেশাল ২০ মে থেকে ৮ আগষ্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এই ট্রেন প্রতি শনিবার গুয়াহাটি থেকে ছেড়ে যাবে। কলকাতা-গুয়াহাটি স্পেশাল প্রতি বৃহস্পতিবার কলকাতা থেকে ছাড়বে। আগরতলা-কলকাতা স্পেশাল ১৭ মে থেকে ৫ জুলাই পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। প্রতি বুধবার আগরতলা ছেড়ে যাবে।

রেলের তরফে এই ট্রেন দুটির বুকিং –এর সময়সীমাও বাড়ানো হয়েছে।