এবার দুর্গাপুজো স্পেশাল ট্রেন চালাবে রেল, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী

কলকাতা: দুর্গাপুজোর আবহে রেল যাত্রীদের জন্য বড় চমক আনল ভারতীয় রেল। উৎসবের আবহে সকলের সুবিধার্থে দেশজুড়ে একগুচ্ছ ট্রেন চালানোর (Durga Puja Special Train) সিদ্ধান্ত নিল…

কলকাতা: দুর্গাপুজোর আবহে রেল যাত্রীদের জন্য বড় চমক আনল ভারতীয় রেল। উৎসবের আবহে সকলের সুবিধার্থে দেশজুড়ে একগুচ্ছ ট্রেন চালানোর (Durga Puja Special Train) সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এদিকে রেলের এহেন সিদ্ধান্তে যে উপকৃত হবেন হাজার হাজার মানুষ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে ভারতীয় রেলের তরফে বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করা হয়েছে। উৎসবের সময় ক্রমবর্ধমান যাত্রী সংখ্যা যাতে সামাল দেওয়া যায় তার জন্য বড় ঘোষণা করেছে রেল। রেলের এই উদ্যোগের মূল উদ্দেশ্য উৎসবের সময় যাত্রীদের আরও ভাল সুবিধা এবং স্বাচ্ছন্দ্য প্রদান করা। আসলে রেল গোন্ডিয়া-সাঁতরাগাছি পুজো স্পেশাল ট্রেন (০৮৮৯৩-০৮৮৯৪) চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

   

এই বিশেষ ট্রেনটি ৪ ও ১০ অক্টোবর গন্ডিয়া স্টেশন থেকে ছাড়বে। অন্যদিকে ৫ ও ১০ অক্টোবর সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছাড়বে। গোন্ডিয়া থেকে ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১১:২০টায়। এরপর এই ট্রেনটি পরের দিন ভোর ৫:২০ মিনিট নাগাদ সাঁতরাগাছি স্টেশনে পৌঁছাবে। একই সময়ে, সাঁতরাগাছি থেকে এই ট্রেনটি সকাল ৭:৩০ টায় ছাড়বে এবং এটি পরের দিন দুপুর ১:১৫ মিনিটে গোন্ডিয়া স্টেশনে পৌঁছাবে।

রেলের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এই বিশেষ ট্রেনটি যাত্রাপথে খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, রৌরকেল্লা এবং ঝাড়সুগুড়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থামবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই স্টপেজগুলো বেছে নেওয়া হয়েছে, যাতে তারা সুষ্ঠুভাবে তাদের যাত্রার পরিকল্পনা করতে পারেন। দুর্গাপুজোর সময় ভ্রমণপিপাসুদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই বিশেষ ট্রেনের রিজার্ভেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং যাত্রীরা এখন তাদের টিকিট বুক করতে পারবেন। রেলওয়ের এই উদ্যোগ উৎসবের সময় ভিড় এড়াতে এবং যাত্রীরা একটি আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। আপনি অনায়াসেই IRCTC সহ আরও বেশ কিছু অ্যাপ থেকে এই ট্রেনের টিকিট বুক করে নিতে পারবেন।