Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর জেড প্লাস নিরাপত্তায় ফাঁকি, পাঁচিল টপকে বাড়িতে ঢুকল কে?

মুখ্যমন্ত্রীর নিরাপত্তাতেই বিরাট গলদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই ঢুকে পড়লেন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। পাঁচিল টপকে ঢুকে পড়লেন ভিতরে। সারা রাত ধরে বসেছিলেন। সকাল বেলা তাকে…

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর জেড প্লাস নিরাপত্তায় ফাঁকি, পাঁচিল টপকে বাড়িতে ঢুকল কে?

মুখ্যমন্ত্রীর নিরাপত্তাতেই বিরাট গলদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই ঢুকে পড়লেন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। পাঁচিল টপকে ঢুকে পড়লেন ভিতরে। সারা রাত ধরে বসেছিলেন। সকাল বেলা তাকে দেখতে পেয়ে তোলপাড় শুরু হয়। সেই ব্যক্তিকে আটক করে তদন্ত করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে পুলিশের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের চলে যান ওই ব্যক্তি। সারা রাতে ধরে বসেছিলেন। পুলিশের কড়া নিরাপত্তা বলয় টপকে কীভাবে প্রবেশ করলেন ওই ব্যক্তি? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সাধারণত মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে থাকেন। এই পর্যায়ের নিরাপত্তা বলয়ে ৫৫ জনের মতো নিরাপত্তাকর্মী বিশেষ ব্যক্তির নিরাপত্তায় নিযুক্ত থাকে। যাদের মধ্যে ১০ জনের বেশি থাকে এনএসজি কমান্ডো এবং বাকিরা হয় পুলিশ বাহিনীর বিশেষ দক্ষ নিরাপত্তা কর্মী। তার ওপর কালীঘাটে মুখ্যমমন্ত্রীর চারপাশে থাকে কড়া নিরাপত্তা বলয়। সেটাকে ভেদ করে কীভাবে একজন ব্যক্তি প্রবেশ করলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisements

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কালীঘাট থানার পুলিশ। কী উদ্দেশ্য ছিল এর পিছনে তা খতিয়ে দেখা হচ্ছে।
গত বছর নন্দীগ্রামে প্রচারে বেরিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারেও তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। রবিবার খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি প্রবেশ করায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।