আরজি কর-কাণ্ডের প্রতিবাদ! ধুমধাম করে গণেশ পুজোয় ‘না’ পুজো কমিটিগুলির

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবার মুখ খুলল কলকাতার গণেশ পুজো কমিটিগুলি। এবছর গণপতির পুজোয় (Ganesh Puja)…

Ganesh-Puja

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবার মুখ খুলল কলকাতার গণেশ পুজো কমিটিগুলি। এবছর গণপতির পুজোয় (Ganesh Puja) সকল প্রকার আড়ম্বর পরিহার করা হবে। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সমাবেশ চলার মত পরিস্থিতিতে এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কমিটিগুলি।

গণেশ পুজোর একজন সংগঠক বলেন, এবারে প্যান্ডেলের থিম হবে “ধর্ষণের বিরুদ্ধে যুদ্ধ”। জানা যাচ্ছে, সল্টলেকের বি বি ব্লকের শ্রী শ্রী গণেশ চতুর্থী মহোৎসব কমিটি এ বছর আলো দিয়ে যাবতীয় সাজসজ্জা বাতিল করেছে। এবারে তাদের পুজোর বয়স ১৬ বছর পা রাখবে। চন্দরনগরের সমস্ত সজ্জাসংক্রান্ত আলো বাতিল করা হয়েছে বলে খবর। 

   

বর্ষার রোষানলে স্তব্ধ গুজরাত, টানা বৃষ্টিতে বিঘ্নিত জনজীবন, জারি লাল সতর্কতা

সল্টলেকের স্যাটেলাইট টাউনশিপের মধ্যে সবচেয়ে পুরনো ও বড় পুজো এটি। বহু মানুষ পরিদর্শন করতে ভিড় জমান এখানে। পুজো কমিটির সভাপতি অনিন্দ্য চ্যাটার্জি পিটিআইকে জানিয়েছেন, প্যান্ডেলে যাওয়ার পথে ন্যূনতম আলো থাকবে এবং অভ্যন্তরীণ আলোর প্রধান রঙ হবে লাল। 

এ বছর ৭ সেপ্টেম্বর গণেশ চতুর্থী পড়েছে। সল্টলেকের পিএনবি আইল্যান্ডের পুজো কমিটি জানিয়েছে, এবারে তাদের থিম “ধর্ষণ রুখে দিন”। কাটআউট দ্বারা তৈরি হবে প্যন্ডেল। “আমরা যদি এখনই এই বিপদকে মুছে না ফেলি, তাহলে একদিন আমাদের কোন এক প্রিয়জন পরবর্তী শিকার হতে পারেন” – প্যান্ডেলে এই বার্তা দেওয়া হবে। আবার প্যান্ডেলের ভেতর ও বাইরে বিশ্বের সকল শিশু এমনকি পুরুষদের ধর্ষণের বিরুদ্ধে নানান প্রতিসূচক বার্তা, সংবাদ শিরোনামের মত ছাপানো থাকবে।

অন্যদিকে, উত্তর কলকাতার বাগবাজার সার্বজনীন গণেশ পুজো (Ganesh Puja) কমিটির একজন মুখপাত্র বলেছেন, তাঁরা প্যান্ডেলের উভয় পাশে বিশাল আলোর স্তম্ভ স্থাপন করার পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, “স্থানীয় মানুষের অনুভূতি জড়িত থাকায় আমরা ১২ বছর ধরে যে পূজার আয়োজন করে আসছি, আমরা তা বন্ধ করতে পারি না।”