পুজোর আগে যাত্রীদের স্বস্তি, ব্লু লাইনের জট কাটাতে নতুন পদক্ষেপ মেট্রোর

কলকাতা: পুজোর আগেই যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এলো কলকাতা মেট্রো রেলওয়ে (Kolkata Metro)। দীর্ঘদিন ধরে ব্লু লাইনে কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি…

Kolkata Metro Adds Special Blue Line Trains for Mahalaya Rush

কলকাতা: পুজোর আগেই যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এলো কলকাতা মেট্রো রেলওয়ে (Kolkata Metro)। দীর্ঘদিন ধরে ব্লু লাইনে কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছিল। গত ২৮শে জুলাই থেকে কবি সুভাষ ও শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যবর্তী অংশ বন্ধ রাখার কারণে মেট্রোর সময়সূচী মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছিল।

Advertisements

বিশেষত কবি সুভাষে রেক ঘোরানোর কাজে ৮ মিনিট অতিরিক্ত সময় লাগছিল, যা ট্রেন চলাচলে বড়সড় সমস্যা তৈরি করছিল। এর ফলে ডাউন লাইনে ট্রেন আটকে থাকছিল, আর আপ লাইনে ট্রেনগুলির ব্যবধান বেড়ে যাত্রীদের অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছিল।

   

এই পরিস্থিতি মোকাবিলায় কলকাতা মেট্রো রেলওয়ে একটি নতুন পরিকল্পনা চালু করেছে। এবার থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনে যাত্রী নামানোর পর প্রতি দুটি ট্রেনের পর একটি রেক ঘুরিয়ে দেওয়া হবে। এতে কবি সুভাষ স্টেশনে অতিরিক্ত সময় নিয়ে রিভার্সালের দরকার হবে না এবং ডাউন লাইনে জমে থাকা জটও কেটে যাবে।

শুধু তাই নয়, কলকাতা মেট্রো কর্তৃপক্ষ পুরাতন টালিগঞ্জ কারশেডটি আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বহু বছর ধরে ব্যবহার না হওয়া এই কারশেড এবার নতুন করে সক্রিয় করা হবে। এখানে রক্ষণাবেক্ষণ ও স্থিতিশীল রেক রাখা হবে, যা কবি সুভাষ স্টেশনে বিলম্বের কারণে তৈরি হওয়া ফাঁক পূরণ করতে সাহায্য করবে।

টালিগঞ্জ কারশেডকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আপডেট করা হবে বলে জানা গেছে। এর ফলে নিয়মিত রক্ষণাবেক্ষণ দ্রুত সম্পন্ন হবে এবং যাত্রীদের নিরাপত্তা আরও নিশ্চিত করা যাবে। কিছু রেক অস্থায়ীভাবে পরিষেবা থেকে সরিয়ে কারশেডে পাঠানো হবে, যাতে তাদের দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা বজায় থাকে এবং ভবিষ্যতে বড় ধরনের ত্রুটি দেখা না দেয়।

বিশেষজ্ঞদের মতে, ব্লু লাইনে প্রতিদিন যে কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করেন, তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে অফিস যাত্রা এবং সন্ধ্যায় ফেরার পথে ব্লু লাইনে সর্বাধিক ভিড় হয়। এ অবস্থায় কবি সুভাষ স্টেশনে দেরির কারণে একদিকে ডাউন লাইনে গতি থমকে যাচ্ছিল, অন্যদিকে আপ লাইনে ট্রেন কম আসছিল। এর ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল।

নতুন পরিকল্পনা চালু হলে শুধু ভোগান্তি কমবে না, বরং পরিষেবার মানও উন্নত হবে। পুজোর সময় কলকাতা মেট্রোতে যাত্রী চাপ বেড়ে যায়। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষের যাতায়াত হয় বেশি। তাই ঠিক এই সময়ে যাত্রীদের স্বস্তি দিতে মেট্রোর উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

মেট্রো রেলওয়ের এক আধিকারিক জানান, “আমরা চাইছি পুজোর সময় যাত্রীদের নির্বিঘ্ন পরিষেবা দিতে। কবি সুভাষ স্টেশনে জট কাটানোর জন্যই এই নতুন সময়সূচী করা হয়েছে। টালিগঞ্জ কারশেডকে ব্যবহার করলে ভবিষ্যতেও এই সমস্যার স্থায়ী সমাধান হবে।”