এবার চাকরি যাচ্ছে হাজার হাজার প্রাথমিক শিক্ষকের! বিস্ফোরক নথি হাতে পেল সিবিআই

এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারানোর মুখে হাজার (Primary Tet) হাজার ‘শিক্ষক-শিক্ষিকা’। গোটা বিষয়টি আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী ১৬ জুলাই এই মামলার শুনানি দেশের শীর্ষ…

primary-tet-cbi-recovers-bag-of-documents-from-salt-lakes-bikash-bhavan-west-bengal-education-department

এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারানোর মুখে হাজার (Primary Tet) হাজার ‘শিক্ষক-শিক্ষিকা’। গোটা বিষয়টি আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী ১৬ জুলাই এই মামলার শুনানি দেশের শীর্ষ আদালতে। এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! বিকাশ ভবন থেকে প্রাথমিকে নিয়োগের (Primary Tet) পরীক্ষা টেট সংক্রান্ত নথি উদ্ধার করল সিবিআই।

রাজ্যের শিক্ষা দফতরের কার্যালয় বিকাশ ভবনে গত তিন দিন ধরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। আজ, শুক্রবার দুপুরে সেখান থেকে বস্তাভর্তি নথিপত্র উদ্ধার করে তারা। প্রাথমিকে নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত জরুরি তথ্য ছাড়াও সেখানে রয়েছে পরীক্ষার্থী এবং চাকরিপ্রাপ্তদের নামের তালিকা রয়েছে সেই বস্তায়।

   

প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন দিক খুলে দিতে পারে এইসব নথি, এমনটাই দাবি করা হয়েছে সিবিআই সূত্রে। প্রশ্ন উঠছে, তবে কি এসএসসির মতো এবার প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়েও টানাপোড়েন হতে পারে? গত চার দফায় যে প্রায় ৭০ হাজার শিক্ষক প্রাথমিকে নিয়োগ হয়েছে, তাদের ভবিষ্যত অনিশ্চিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা।

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে হুলস্থূল! বোমাতঙ্কে হাড় হিম

২০১১ সালে বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি টেট হয়েছে। সেখানেই কারচুপির অভিযোগ উঠেছে। এর মধ্যে ২০১৪ সালের টেটে বিরাট বেনিয়মের উল্লেখ রয়েছে সিবিআইয়ের রিপোর্টে। সিবিআইয়ের দাবি, নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগ, ফেল করাদের পাস হিসেবে দেখিয়ে নিয়োগ-সহ একাধিক হয়েছে।

এক্ষেত্রে বলে রাখা ভালো, ২০১৪ সালের টেট পরীক্ষার উপরে ২০১৬, ২০২০, ২০২২ এবং ২০২৪ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে। চলতি বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ২০১৪ সালের টেট মামলার ফল নেতিবাচক হলে, এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে। বিকাশ ভবন থেকে সিবিআই কী নথি পেল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 

জেলবন্দি পার্থর পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিল ‘মমতার পুলিশ’!