সরকারি স্কুল শিক্ষকরা প্রাইভেটে পড়ালেই ঘোর বিপদ! শিক্ষা সংসদের বিরাট নির্দেশিকা

স্কুল শিক্ষকতা করেও প্রাইভেট টিউশনি (Private Tuition) করলেই এবার ঘোর বিপদ। একবার উপর মহলের কানে খবর গেলেই মারাত্মক মাশুল গুনতে হতে পারে। যদিও বহুবছর বিভিন্ন…

private tuition

স্কুল শিক্ষকতা করেও প্রাইভেট টিউশনি (Private Tuition) করলেই এবার ঘোর বিপদ। একবার উপর মহলের কানে খবর গেলেই মারাত্মক মাশুল গুনতে হতে পারে। যদিও বহুবছর বিভিন্ন আইনের ফাঁক দিয়ে বহু সরকারি স্কুলের শিক্ষকরাই প্রাইভেটে পড়ান। কিন্তু এইবার যদি সেই খবর উপর মহলের কানে পৌঁছায় তাহলে ফল হতে পারে ভয়ানক। প্রাথমিক শিক্ষকরা আর ‘প্রাইভেট টিউশন’ করাতে পারবেন না অর্থাৎ বাড়িতে পড়াতে পারবেন না। টিউশন করানোর খবর পেলেই বাতিল করা হবে চাকরি। সরকারিভাবে এই বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে আগেও, তারপরও রমরমিয়ে টিউশন করছেন অনেক শিক্ষক। এবার এ ব্যাপারে কড়া বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ।

দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

   

পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান নির্দেশিকা সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন, ‘সরকারের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন, তাঁদের অবিলম্বে পড়ানো বন্ধ করতে হবে, না হলে চাকরি বাতিল হবে।’ অন্যদিকে রাজ্য গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি হীরালাল মণ্ডল বলেন, ‘এই ব্যাপারে পদক্ষেপ করার জন্য ডিআই-দেরও আবেদন জানাব। তবেই শিক্ষা ব্যবস্থা দুর্নীতি-মুক্ত হবে।’

৭৫ লাখের প্যাচওয়ার্ক ‘ভ্যানিশ’! দিশাহারা পুলিশের চিঠি ফিরহাদকে

রাজ্যে দীর্ঘদিন ধরে প্রাইমারি শিক্ষক দুর্নীতি নিয়ে রাজ্যরাজনীতি টালমাটাল। এরই মধ্যেই প্রাইমারি স্কুল শিক্ষকরা আর প্রাইভেট টিউশন পড়াতে পারবে না, এই নির্দেশিকা জারি হতেই শুরু হয়েছে চাঞ্চল্য। তবে নির্দেশিকা অনুসারে, কেউ যদি প্রাইভেটে টিউশনি পড়ান তাহলে তাঁর চাকরি বাতিল হবে। তবে বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই নিয়ম ভবিষ্যৎতে কীভাবে কার্যকর হবে। আদেও কি এই নিয়ম বলবৎ হবে নাকি আইনের ফাঁক দিয়ে চলবে প্রাইভেট টিউশনির রমরমা।