রাজ্যে আসছেন রাষ্ট্রপতি মুর্মু, শহরে ২ দিনের ট্র্যাফিক কড়াকড়ি

চলতি মাসের শেষে রাজ্যে আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। ৩০ ও ৩১ জুলাই কলকাতা ও নদিয়া জেলায় রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। রাষ্ট্রপতির এই…

president draupadi murmu

চলতি মাসের শেষে রাজ্যে আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। ৩০ ও ৩১ জুলাই কলকাতা ও নদিয়া জেলায় রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে শহরে যান চলাচলের উপর বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ (Kolkata Traffic Police)। নিরাপত্তার স্বার্থে ও যানজট এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা।

৩০ জুলাই বিকেল ৪.৩০টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে সিঁথি ক্রসিং, বি টি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার মোড়, ভূপেন বসু অ্যাভিনিউ, জে এম অ্যাভিনিউ, সি আর অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবিডি বাগ (পূর্ব দিক), ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, গভর্নমেন্ট প্লেস (ইস্ট), আর আর অ্যাভিনিউ। এই সময়ে এই রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

   

৩১ জুলাই, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আর আর অ্যাভিনিউ, রেড রোড, জে ও এন আইল্যান্ড, খিদিরপুর রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, হসপিটাল রোড, হসপিটাল রোড (পূর্ব দিক), এজেসি বসু উড়ালপুর, মা উড়ালপুল, ই এম বাইপাস, হাডকো ক্রসিং, দুর্গাপুর ব্রিজে সবরকম গাড়ি চলাচল বন্ধ থাকবে।

Advertisements

৩০ জুলাই সকাল ৬টা থেকে ৩১ জুলাই রাত ১০টা পর্যন্ত রাজভবন ও তার আশপাশের এলাকায় কোনও বড় গাড়ি বা পণ্যবাহী গাড়ির প্রবেশ বন্ধ থাকবে। প্রয়োজনে পুলিশ বিকল্প রুট ব্যবহার করে গাড়িগুলিকে ঘুরিয়ে দেবে। শহরে যাঁরা গাড়ি চালান, তাঁদের এই দুই দিন বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নিয়ম না মানলে গাড়িচালকদের বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, বুধবার দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা আসবেন রাষ্ট্রপতি। সেখান থেকে আকাশপথেই কল্যাণী রওনা দেবেন। সেখানেই এইমস-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে তাঁর। সেখান থেকে চলে যাবেন দক্ষিণেশ্বর মন্দির। কলকাতায় রাজভবনে রাত্রিবাস করার ব্যবস্থা করা হয়েছে। ৩০ জুলাই সকালে একটি বিশেষ বৈঠক রয়েছে তাঁর। ওইদিন দুপুরেই তিনি রওনা দেবেন ঝাড়খণ্ডের উদ্দেশে।