সোশ্যাল মিডিয়ায় হিন্দু বিরোধী পোস্ট এবং তাতে সমর্থন হুমায়ুন কবিরের (Bengal Politics)। সোশ্যাল মিডিয়াতে হিন্দু বিরোধী এই পোস্ট এবং তাতে হুমায়ূনের সমর্থনের হোয়াটস আপ স্ক্রিনশট শেয়ার করেন প্রসূন মৈত্র নামে জনৈক বাক্তি। এই ঘটনায় আজ ফের বিতর্ক উস্কে দিয়ে ষড়যন্ত্রের দোহাই দিয়ে মুখ খুলেছেন ডেবরার বিধায়ক।
তার এই ধরণের কোনো সোশ্যাল মিডিয়া একাউন্ট নেই বলেও তিনি সমাজমাধ্যমে তার ক্ষোভ উগরে দিয়েছেন এবং সাইবার সেলে একটি অভিযোগ দায়ের করেছেন প্রসূনের বিরুদ্ধে। হুমায়ূনের এই প্রতিক্রিয়ার ঠিক অব্যবহিত পরেই তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সবার প্রথমে এই স্ক্রিন শট শেয়ার করা প্রসূন মৈত্র।
তিনি বলেছেন “স্বাধীন দেশের স্বাধীন নাগরিকদের আইনি অধিকার অবশ্যই আছে কিন্তু আমার সাদা মনে প্রশ্ন জাগছে যে হুমায়ুন বাবু কি এতটাই অবুঝ যে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের পার্থক্য বুঝতে পারেন না? মানছি উনি প্রমোটি IPS কিন্তু তাই বলে ওনাকে এতটা গোলা লোক বলেও মানতে পারছিনা।” প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবিরকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রসূন বলেছেন উনি যদি এই মন্তব্য না করেই থাকেন তাহলে গ্রুপ চ্যাটের সেই অংশটার স্কিনশট নিজের ফোন থেকেই দিয়ে দিন।”
“আর যদি দাবী করেন সেটা ডিলিট হয়ে গেছে তাহলে সেটা পুনরুদ্ধার করা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবের বাঁ হাতের কাজ।”এবার তিনি কোন বিকল্প বেছে নিচ্ছেন সেটা জানিয়ে দিন।” তিনি আরও বলেছেন কিছুদিন আগে সাইবার সেলে শালীনতা এবং নিরাপত্তা ভঙ্গের অভিযোগ করেছিলেন জিম নওয়াজের বিরুদ্ধে কিন্তু তাতে কোনও ফল হয়নি। তাই হুমায়ূনের মিথ্যাচারের বিরুদ্ধে যে সাইবার সেল কোনও পদক্ষেপ নেবে না তা বলাই বাহুল্য।
বিমান দুর্ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ভারতীয় পাইলট ফেডারেশন
তবে হুমায়ূনের প্রতিক্রিয়ার পরেও অনেকেই মন্তব্য করেছিলেন যে ফেইসবুক আর হোয়াটস্যাপ কি করে এক হতে পারে। ফেসবুক একাউন্ট হ্যাক হতে পারে কিন্তু হোয়াটস্যাপ কি করে হক হবে। তাহলে হুমায়ূনের মতে এই ঘটনাকে ভুতুড়ে কান্ড ছাড়া আর কিছু বলার থাকেনা। আর একজন প্রাক্তন পুলিশ কর্তা এবং এখন একজন শাসক দলের বিধায়কের সঙ্গে এই ধরণের রসিকতা করবে কার ঘাড়ে কটা মাথা আছে এমনটাও বলেছেন অনেকে। তবে চালঙের পাল্টা চ্যালেঞ্জ নিয়ে এই হিন্দু বিরোধী রাজনৈতিক খেলে বেশ জমে উঠেছে এবং এই খেলা কোন খাতে বয় তা নিয়ে নজর থাকবে সকলেরই।