পিতৃহারা সজল, প্রয়াত কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ঘোষ

প্রয়াত কলকাতা পুরসভার দীর্ঘ সময়ের কাউন্সিলর প্রদীপ ঘোষ (Pradip Ghosh)। দীর্ঘ দিন অসুস্থতার পর আজ, সোমবার প্রয়াত হয়েছেন রাজনীতিক প্রদীপ ঘোষ। প্রায় ২৫ বছর কলকাতা…

প্রয়াত কলকাতা পুরসভার দীর্ঘ সময়ের কাউন্সিলর প্রদীপ ঘোষ (Pradip Ghosh)। দীর্ঘ দিন অসুস্থতার পর আজ, সোমবার প্রয়াত হয়েছেন রাজনীতিক প্রদীপ ঘোষ। প্রায় ২৫ বছর কলকাতা পুরসভার কংগ্রেস কাউন্সিলর ছিলেন তিনি (Pradip Ghosh)। তাঁর ছেলে সজল ঘোষ অবশ্য এখন বিজেপির কাউন্সিলর। ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি।

রাজনীতির পাশাপাশি প্রদীপবাবু বিগ বাজেটের দুর্গাপুজো করার জন্যও পরিচিত ছিলেন। উত্তর কলকাতার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার। এখন এই পুজো সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত হলেও সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয় একটা সময় পর্যন্ত কর্ণধার ছিলেন প্রদীপই।

   

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রদীপ ঘোষ। একইসঙ্গে অন্যান্য শারীরিক সমস্যাও ছিল। এদিন সন্ধ্যায় ফেসবুক পোস্টে বাবার মৃত্যুর খবর জানান সজল। তিনি নিজের ওয়ালে লিখেছেন, ‘বাবা চলে গেলেন। আগামিকাল সকাল ৯টায় বাড়িতে মরদেহ আনা হবে। ১২টায় শেষ যাত্রা। দয়া করে এখন ফোন করবেন না।’

আরজি কর কাণ্ড, এবার পথে নেমে প্রতিবাদে ‘বিদ্বজ্জন’ অর্পণা-সোহিনী-পল্লবরা

প্রদীপ ঘোষের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত তিন মাস উত্তর কলকাতার একটি বেসরকারি হসাপাতালে ভর্তি ছিলেন প্রদীপবাবু। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। সোমবার বিকেল পৌনে ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে দেহ বাড়িতে আনা হবে। এর পরে দুপুর ১২টায় শেষযাত্রা।

ছাত্রজীবন থেকেই কংগ্রেস করতেন প্রদীপ ঘোষ। প্রায় ২৫ বছর কলকাতা পুরসভার কংগ্রেস কাউন্সিলর ছিলেন তিনি। কংগ্রেস ছেড়ে মাঝে তৃণমূলে যোগ দিলেও ফিরে আসেন কংগ্রেসে। ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন প্রদীপ ঘোষ। মধ্য কলকাতার পুরসভার ৪৮, ৪৯, ৫০ এবং ওয়ার্ডে কার্যত কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন প্রদীপবাবু।

মশাল জ্বললেও বাড়ল চিন্তা, ডার্বির আগে ‘অক্সিজেন’ ইস্টবেঙ্গলে