বাংলায় লেখা পোস্টার। তাতে লেখা ‘জয় শ্রী রাম’ স্লোগান। এই স্লোগান দিয়েই ভ্যালেন্টাইন্স দিনে (Valentine’s Day).ভালোবাসা রুখতে ফতোয়া দিল হিন্দুত্ববাদী সংগঠন। পোস্টারে ‘বজরং দল’-এর তরফে হুমকি দেওয়া হয়েছে।
এমন পোস্টার সামাজিক মাধ্যমে ভাইরাল। এ ছাড়া কলকাতাসহ বিভিন্ন জেলায় পার্ক ও রেস্তোরাঁর আশেপাশে দেখা গেছে। সামাজিক মাধ্যমেই চলছে তালিবানি কায়দায় প্রেম নিষিদ্ধ করার পক্ষে ও বিপক্ষে মন্তব্য ঝড়।
বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের নাম লেখা পোস্টারে দাবি করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টেইন্স ডে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। তাই এ দিনে খোলা জায়গায় দৃষ্টিকটু অবস্থায় কোনো যুগলকে দেখা গেলে তাদের বিয়ে দেওয়া হবে। পোস্টারে বলা হয়েছে লাভ জিহাদ ও ব্যাভিচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
পোস্টার ভাইরাল হওয়ায় সামাজিক মাধ্যমে অনেকে বলছেন সঠিক পদক্ষেপ। তাদের কটাক্ষ করে রাধা-কৃষ্ণের প্রকাশ্যে প্রেম দৃশ্য দিয়ে প্রতিবাদ চলেছে।
উল্লেখ্য, দেশের হিন্দিভাষী রাজ্যগুলিতে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের সময় এরকমই পোস্টারের পাশাপাশি কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন সরাসরি প্রেমিক-প্রেমিকা ধরার অভিযানে সামিল হয়। তাদেরই উদ্যোগে ওই যুগলকে বিয়ে দেওয়া হয়। প্রতি বছর এমন ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গে কয়েকটি ক্ষেত্রে এমন হয়েছে।