বাম মিছিল থেকে তৃণমূলকে কটাক্ষ, ‘চোর চোর’ স্লোগান, থামুন না প্নিজ- বলল পুলিশ

রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস অবধি মিছিল করল সিপিআইএম ও কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের আগে এই জোট কার্যত ইতিবাচক বলেই মন করছে রাজনৈতিক মহল।

CPIM-Leader

রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস অবধি মিছিল করল সিপিআইএম ও কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের আগে এই জোট কার্যত ইতিবাচক বলেই মন করছে রাজনৈতিক মহল। বাংলার মানুষ একজোট হয়ে ইতিহাস তৈরি করতে নেমেছে। বার্তা দিলেম সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সেলিম বলেন, বিজেপি ও তৃণমূল বাদ দিয়ে বাকি সকলে একসঙ্গে নামছে। গ্রামে এবং শহরে আজ একজোট হয়ে নামছে। বাজকের এই মিছিল বাংলার মানুষ ইতিহাস তৈরি করার জন্য একজোট হয়ে নেমেছে। বিজেপি ও তৃণমূল বাদ দিয়ে সকলে একজোট হচ্ছে।

তিনি আরও বলেন, এটা শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন নয়, অনেক গুলো জায়গায় মানুষের ঐক্য বেড়ে উঠছে। যারা ধর্মকে ব্যবহার করে, জাতপাতকে ব্যবহার করে, যারা টাকা পয়সা দিয়ে গুণ্ডামি করছিল। তদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। সেলিম বলেন সরকারি টাকায় রেড রোডে দুর্গা কার্নিভ্যাল করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মমতা নিজেই দেবী সেজে বসছেন।

Advertisements

এদিন বিধানভবন থেকে কংগ্রেসের মিছিল। উল্টোদিকে রামলীলা ময়দানে ছিল বামেরা। মিছিলও শুরু হতেই একে অপরের সঙ্গে মিশে যায় দুই দল। মিছিলকে কেন্দ্র করে পার্ক সার্কাস এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। শহিদ মিনার ফেরত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দিতে শুরু করে। পুলিশ কর্মীরা করজোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।