Bhupatinagar: কেন্দ্রীয় সংস্থার ‘আক্রান্ত’ হওয়ার দু’দিন পড়ে বদলি করা হল তদন্তকারী অফিসারকে

এনআইএ-এর আধিকারিকদের ‘আক্রান্ত’ ঘটনার দুদিন পড়ে বদলি করা হল তদন্তকারী অফিসারকে। দু’দিন অতিক্রান্ত হওয়ার পরেও এখনও অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এনআইএ-এর তল্লাশি…

nia

এনআইএ-এর আধিকারিকদের ‘আক্রান্ত’ ঘটনার দুদিন পড়ে বদলি করা হল তদন্তকারী অফিসারকে। দু’দিন অতিক্রান্ত হওয়ার পরেও এখনও অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এনআইএ-এর তল্লাশি অভিযান সংক্রান্ত দুটি মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল। নতুন তদন্তকারী অফিসার হলেন ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর শ্যামল চক্রবর্তী। খবরের সূত্রে জানা গিয়েছে, এনআইএ- এর করা অভিযোগ এবং এনআইএ-র বিরুদ্ধে অভিযোগ, দুটি মামলারই তদন্ত করবেন তিনি।

এনআইএ-এর করা অভিযোগের ভিত্তিতে আজ রাজ্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তকারী দলে রয়েছেন বর্তমান ও প্রাক্তন আইও এবং ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক। যে আধিকারিক আহত হয়েছিলেন, তাঁর
মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ভূপতিনগর থানার পুলিশ।

Advertisements

এনআইএ এবং গ্রেফতার হওয়া তৃণমূল নেতার বাড়ির লোকেরা একে অন্যের অন্যের প্রতি অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই আক্রান্ত এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে রাজ্য পুলিশ। যদিও এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সোমবার তিন তৃণমূল নেতাকে এনআইএ-এর কলকাতা দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।