কলকাতা: মুখ্যমন্ত্রীর ধমক খেতেই নড়েচড়ে বসল পুলিশ৷ বাইর আরোহীদের জন্য খুলে দেওয়া হল মা উড়ালপুল৷ বৃহস্পতিবার ভর্ৎসনার সুরেই মমতা বন্দ্যোপাধ্যা বলেন, “সন্ধ্যার পর মা উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের একটাই কাজ বন্ধ করে দেওয়া।” ধমক খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন৷ বাইকের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল৷ ২৪ ঘণ্টাই মা উড়ালপুলের উপর দিয়ে চলাচল করবে বাইক। তবে বাইকের গতি নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্দিষ্ট গতি না মানলেই গুনতে হবে জরিমানা৷ (police allow bike ride on maa flyover)
দুর্ঘটনা আকছাড় police allow bike ride on maa flyover
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কোনও ভিআইপি গেলেই বাড়িঘর দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়। সেসব চালু রাখা যায় না? মা ফ্লাইওভার, এজেসি বোস রোডে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগ বেধে দিতে হবে। ফাঁকা জায়গাগুলো ব্লক করে দিতে হবে, যাতে কেউ গাড়ি না ঘোরাতে পারেন।’’
মা উড়ালপুড়ে দুর্ঘটনা আকছাড়৷ যা নিয়ে বরবরই চিন্তা পুলিশমহলে। ফ্লাইওভারের নিরাপত্তা ও টেকনিক্যাল দিকটি খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছেন নগরপাল মনোজ ভার্মা। উল্লেখ্য, মা উড়ালপুল দিয়ে বাইক রেসিং-এর জন্য বারবার দুর্ঘটনার কারণ হয়ে উঠেছে৷ বিশেষ করে রাতের দিকে দুর্ঘটনার প্রবণতা বাড়ে৷ এর পরেই রাত ১০টা থেকে পর দিন সকাল ৬টা পর্যন্ত উড়ালপুলের উপর দিয়ে বাইক চলাচল নিষিদ্ধ করা হয়৷
মেডিকেল ইমারজেন্সি police allow bike ride on maa flyover
বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কিংবা বিশেষ কোনও প্রয়োজনে এই উড়ালপুল খুবই গুরুত্বপূর্ণ। রাতে অফিসযাত্রীরাও তড়িঘড়ি বাড়ি ফিরতে এই উড়ালপুল ধরে৷ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই প্রশাসনের তরফে সেই নির্দেশিকা তুলে নেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সল্টলেকে বহু হাসপাতাল রয়েছে। মেডিকেল ইমারজেন্সির কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Kolkata City: After CM Mamata Banerjee’s stern warning, Kolkata police reopen Ma Flyover to bikers. The ban on bikes is lifted, with speed limits enforced. Stay updated with latest developments on traffic regulations and decisions in Kolkata.