এনডিআরএফের আরও টিমকে তৈরি থাকার নির্দেশ দিলেন মোদী

ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমালের। ইতিমধ্যেই শহর জুড়ে শুরু হয়েছে বৃষ্টির তান্ডব। শহরের বেশ কিছু জায়গায় গাছ পরে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। আগামীকাল বাতিল…

ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমালের। ইতিমধ্যেই শহর জুড়ে শুরু হয়েছে বৃষ্টির তান্ডব। শহরের বেশ কিছু জায়গায় গাছ পরে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। আগামীকাল বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। সতর্ক রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর। রবিবার সন্ধেবেলা দিল্লিতে জরুরী বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। জানা গিয়েছে যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এনডিআরএফের আরও টিম প্রস্তুত রাখার জন্য। যাতে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যে তাদের মোতায়েন করা যেতে পারে।

সূত্র মারফৎ জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার সবরকম ভাবে রাজ্য সরকারকে সাহায্য করছে রাজ্য সরকারকে। পশ্চিমবঙ্গে দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি টিম মোতায়েন রাখা হয়েছে। ওড়িশাতেও রয়েছে এনডিআরএফ-এর একটি টিম। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এছাড়াও আরও টিম প্রস্তুত রাখার জন্য। যাতে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যে তাদের মোতায়েন করা যেতে পারে। উপকূলরক্ষী বাহিনীকেও যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রীকে জানান, ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি সর্বক্ষণ যোগাযোগ রাখছে রাজ্য সরকারের সঙ্গে।

   

জানা গিয়েছে, রবিবার রাত ৯:৩০ মিনিট থেকে দক্ষিণ চব্বিশ পরগনা অতিক্রম করতে শুরু করে দিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থেকে হলদিবাড়ির মধ্যে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় রেমাল। ভয়াবহ দুর্যোগের আশঙ্কায় কাঁপছেন দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকার মানুষজন। ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি জায়গায় জায়গায় যে কন্ট্রোল রুমগুলি খোলা হয়েছে সেখান থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে