কলকাতায় সেনাবাহিনীর শীর্ষ বৈঠক: ফোর্ট উইলিয়ামে মোদী, কী বার্তা দেবেন?

কলকাতা: কলকাতার ফোর্ট উইলিয়ামে শুরু হল সেনাবাহিনীর উচ্চস্তরের বৈঠক। আজ, সোমবার সকালে কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্স-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনার ভবিষ্যৎ কৌশল, সীমান্তে স্ট্র্যাটেজি…

PM Modi chairs military meeting

কলকাতা: কলকাতার ফোর্ট উইলিয়ামে শুরু হল সেনাবাহিনীর উচ্চস্তরের বৈঠক। আজ, সোমবার সকালে কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্স-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনার ভবিষ্যৎ কৌশল, সীমান্তে স্ট্র্যাটেজি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অসম সফর শেষে কলকাতায়

রবিবার সন্ধ্যায় অসম সফর শেষে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী। রাজভবনে রাত কাটিয়ে সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে পৌঁছন ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে। বিশাল কনভয়ের মধ্য দিয়ে ঢোকেন প্রধানমন্ত্রী মোদী।

   

এই বৈঠকে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত রয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা। সেনার শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এটি চলতি বছরের সবচেয়ে বড় কনফারেন্স বলেই ধরা হচ্ছে।

অপারেশন সিঁদুর-এর পর সেনার বড় সম্মেলন PM Modi chairs military meeting

বিশেষ তাৎপর্যপূর্ণ এই বৈঠক কারণ অপারেশন সিঁদুর-এর পর এটাই প্রথমবার সেনার এত বড় সম্মেলন আয়োজিত হচ্ছে। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে চলবে এই সম্মেলন। সামরিক দৃষ্টিকোণ থেকে পূর্বাঞ্চলীয় সদর দফতরকে কেন্দ্র করে সীমান্তে মোতায়েন কৌশল, প্রতিরক্ষা প্রস্তুতি এবং প্রযুক্তিগত আধুনিকীকরণের ওপর আলোচনার সম্ভাবনা রয়েছে।

Advertisements

ফোর্ট উইলিয়ামে বৈঠকের উদ্বোধনী অধিবেশন শেষে দুপুর ১টা পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর তিনি রওনা দেবেন বিহারের উদ্দেশে, যেখানে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কর্মসূচি রয়েছে তাঁর।

কলকাতার বুকের মধ্যে ফোর্ট উইলিয়ামের এই সম্মেলন তাই শুধু সামরিক নয়, রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও বিশেষ গুরুত্ব বহন করছে।

Kolkata City: Prime Minister Narendra Modi joins India’s top military brass at Fort William, Kolkata, for a high-level conference on future defense strategy, border security, and technological modernization.