শিয়ালদহ বিভাগের ৪১টি স্টেশনে প্ল্যাটফর্ম উন্নয়ন সম্পন্ন, যাত্রী সুরক্ষা ও সুবিধায় বড় পদক্ষেপ

যাত্রী সুরক্ষা ও ট্রেনে ওঠা-নামার সুবিধার কথা মাথায় রেখে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। শিয়ালদহ ( Sealdah) ডিভিশনের অধীনস্থ একাধিক স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ…

Burma Teak Smuggling Busted at New Jalpaiguri Station, Raises Rail Security Concerns

যাত্রী সুরক্ষা ও ট্রেনে ওঠা-নামার সুবিধার কথা মাথায় রেখে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। শিয়ালদহ ( Sealdah) ডিভিশনের অধীনস্থ একাধিক স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ প্রায় সম্পূর্ণ। এর পাশাপাশি ৪১টি স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজও সমাপ্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি প্রকল্প।

শিয়ালদহ দক্ষিণ, মূল এবং উত্তর শাখা জুড়ে চালানো হয়েছে এই প্ল্যাটফর্ম উন্নয়ন প্রকল্প। শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনা জানিয়েছেন, “যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্ল্যাটফর্ম উঁচু করার কাজের সফল সমাপ্তি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা বিশ্বাস করি এই উন্নয়ন যাত্রীদের দৈনন্দিন যাত্রার অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।”

   

২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে শিয়ালদহ ডিভিশনে মোট ৩১টি স্টেশনে প্ল্যাটফর্ম উচ্চতা বৃদ্ধির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি ১০টি স্টেশনে কাজ প্রক্রিয়াধীন। এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ৩৭ কোটি টাকা। পাশাপাশি, সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার যশরাম মীনা জানিয়েছেন, প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজও বহু আগেই শুরু হয়। ৪১টি স্টেশনে এই সম্প্রসারণের কাজ হয়েছে, যার জন্য খরচ হয়েছে প্রায় ৬০ কোটি টাকা।

প্ল্যাটফর্ম উঁচু ও সম্প্রসারিত হওয়ার ফলে যাত্রীদের ওঠানামা অনেকটাই আরামদায়ক হয়েছে। বিশেষ করে প্রবীণ নাগরিক, শিশু, শারীরিক প্রতিবন্ধী যাত্রী ও ভারী ব্যাগ নিয়ে যাতায়াতকারী যাত্রীদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ উন্নয়ন। আগের তুলনায় যাত্রার সময় দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।

Advertisements

উল্লেখযোগ্য যে, অতীতে অনেক স্টেশনে প্ল্যাটফর্ম নিচু থাকার কারণে যাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ট্রেনে উঠতে বা নামতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই। সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে রেল এবার পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে।

রেল সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে এই ধরনের প্ল্যাটফর্ম উন্নয়ন প্রকল্প আরও বিস্তৃত করা হবে। যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ডিজাইন ও প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এই উন্নয়ন শুধু শিয়ালদহ ডিভিশনের পরিকাঠামো উন্নয়ন নয়, বরং ভারতীয় রেলের সার্বিক যাত্রী পরিষেবার গুণগত মান বৃদ্ধির এক ধাপ বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাঁরা এই স্টেশনগুলোর মাধ্যমে যাতায়াত করেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর।