রাজ্যপালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, আর্থিক জরিমানার মুখে আইনজীবী

এবার বিপাকে রাজ্যপালের বিরুদ্ধে করা মামলায় মামলাকারি আইনজীবী। জনস্বার্থ মামলা দায়ের করা আইনজীবীকে আর্থিক জরিমানা করার আর্জি জানালেন কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহেতা। সোমবার পশ্চিমবঙ্গের…

রাজ্যপালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, আর্থিক জরিমানার মুখে আইনজীবী

এবার বিপাকে রাজ্যপালের বিরুদ্ধে করা মামলায় মামলাকারি আইনজীবী। জনস্বার্থ মামলা দায়ের করা আইনজীবীকে আর্থিক জরিমানা করার আর্জি জানালেন কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহেতা।

সোমবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকারের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রাথমিক পর্যবেক্ষণে সোমবার আদালত জানায়, রাজ্যপাল জগদীপ ধনকরের অপসারণ চেয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণযোগ্য নয়। 

উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখে রাজ্যপালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেন আইনজীবি রমাপ্রসাদ সরকার। সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল, এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেইসময় আইনজীবি রমাপ্রসাদ সরকারের আবেদন জানান, দ্রুত বদলি করা হোক রাজ্যপালকে।মামলাকারীর মতে, যিনি রাজ্যপাল পদে বসেন তাঁর একটা আলাদা ওজন রয়েছে, পদের গৌরব রয়েছে। একটি সম্মানীয় পদ রাজ্যপাল। যিনিই এই আসনে বসেন তাঁর গাম্ভীর্য, ঔদার্য এক কথায় যাকে বলা যায় ‘ডিগনিটি’, তা আলাদাই হওয়া উচিৎ।

Advertisements

এমনকি এই মামলায় পার্টি করা হয় রাজ্যপালকে (Jagdeep Dhankar)। পার্টি করা হয় রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র মন্ত্রকেও।