পেট্রোল-ডিজেলের দামের ছ্যাঁকায় নাজেহাল মধ্যবিত্ত! কলকাতায় কত জানেন?

সপ্তাহের শুরুতে দেশের বহু রাজ্যেই কমেছিল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। দেশজুড়ে জ্বালানি তেলের নতুন মূল্য জারি হয়েছিল। দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা…

petrol diesel price

সপ্তাহের শুরুতে দেশের বহু রাজ্যেই কমেছিল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। দেশজুড়ে জ্বালানি তেলের নতুন মূল্য জারি হয়েছিল। দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা – এই চার মহানগরীতে আজ মঙ্গলবার জ্বালানী তেলের মূল্য বাড়ল না কমল, চলুন জেনে নেওয়া যাক।  

আজ দেশে অপরিবর্তিত থাকল পেট্রোল-ডিজেলের দাম। মঙ্গলবার রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের মূল্য ৯৪.৭২ টাকা। যেখানে এক লিটার ডিজেল কিনতে খরচ পড়বে ৮৭.৬২ টাকা। আবার শিল্পনগরী মুম্বাইতে আজ এক লিটার পেট্রোলের দাম ১০৩.৪৪ টাকাতেই অপরিবর্তিত রয়েছে। এই শহরে প্রতি লিটার ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা।

   

এবার আসা যাক চেন্নাইয়ের প্রসঙ্গে। এখানে আজ লিটার পিছু পেট্রোলের দর ১০০.৭৫ টাকা। আবার এক লিটার ডিজেল কেনার খরচ ৯২.৩৪ টাকা। শহর কলকাতায় আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা। অন্যদিকে ডিজেলের মূল্য ৯১.৭৬ টাকা। 

দার্জিলিং জেলায় আজ প্রতি লিটার পেট্রোলের দাম সামান্য কমে হয়েছে ১০৪.৮০ টাকা। এই জেলায় আজ লিটার প্রতি ডিজেলের দাম ৯১.৬১ টাকা। বাঁকুড়ায় লিটার প্রতি ১০৫.৬৪ টাকা। আর ডিজেলের দর ৯২.৪০ টাকা। জানিয়ে রাখি, বিশ্ব বাজারে আজ ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৭৪.৫৭ ডলার। প্রসঙ্গত, ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol Diesel Price) আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এর সঙ্গে যুক্ত হয় দেশ ও রাজ্য অনুযায়ী নির্দিষ্ট কর। যে রাজ্য বা দেশে সরকার দ্বারা নির্ধারিত করের পরিমাণ যত বেশি, সেই এলাকায় তেলের দাম তত বেশি।